মাহমুদ বিন মান উল্লাহ
কেনো জানিনা আজকাল বাবার কথা ঘনঘন মনে পড়ছে। কত-দিন গত-হল বাবাকে দেখি না।বাবাই যে ছিলেন মোর একমাত্র সুখের সম্বল। দুঃখে পরম বন্ধু। যখনই স্বপ্নভঙ্গের কোন মোড়ে দাঁড়াই অথবা প্রাপ্তির কোন সুখে তখন খুব মনে পড়ে বাবা তোমায়।
যখন তোমার বুকে মাথা রাখতাম, মনে হতো পৃথিবীর সব সুখ তোমার বুকে জমে আছে। আমি ভাবতাম, তুমিই পৃথিবীর সব সুখ কিনে নিয়েছো। আদর, স্নেহ, মায়া মমতার এক বিশাল আকাশ ছিলে তুমি। আজ তুমিহীন আমি বড্ড একা বাবা। আজ তোমার ভালোবাসা কোথাও খুঁজে পাই না।
তোমার মত কেউ আর মাথায় হাত বুলিয়ে দেয় না।
তোমার মত কেউ আর বলে না সাবধানে থাকিস বাবা। কেউ আর বারিন্দায় দাঁড়িয়ে তোমার মত অপেক্ষা করে না। তোমার সব নসিহত মনে করে করে খুব কাঁদি। বিষাদে ভরা মন আমার বারবার তোমাকেই খুঁজে ফিরে বাবা।
এখন তুমি নেই তবু তোমার ইচ্ছের পথ ধরে আমি হাঁটি আর ভাবি তোমার ভালোবাসা আমার সাথী হয়ে আছে হরহামেশাই।
৫ দিন ১৯ ঘন্টা ৪৯ মিনিট আগে
২৮ দিন ১২ ঘন্টা ৪১ মিনিট আগে
৫৩ দিন ১৭ ঘন্টা ১৭ মিনিট আগে
৬০ দিন ১২ ঘন্টা ১৫ মিনিট আগে
৬৫ দিন ১৭ ঘন্টা ৫০ মিনিট আগে
৬৮ দিন ২০ ঘন্টা ৫ মিনিট আগে
৭১ দিন ২ ঘন্টা ৪১ মিনিট আগে
৭৪ দিন ২১ ঘন্টা ২৫ মিনিট আগে