মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ পালিত হয়েছে। 'আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্রীমঙ্গল চৌমুহনায় এসে গাড়ির চালক, যাত্রী ও পথচারীদের সচেতন করার লক্ষ্যে লিফলেট, পোস্টার ও স্টিকার বিতরণ করা হয়।
নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। আরো বক্তব্য রাখেন, নিসচার শ্রীমঙ্গল উপজেলা শখার সহ সভাপতি অর্জুন ঘোষ, গোলাম রহমান মামুন। এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মতিন, দূর্ঘটনা বিষয়ক সম্পাদক ঝলক দত্ত, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, প্রচার সম্পাদক ইয়াছিন তালুকদবর, যুব বিষয়ক সম্পাদক ইমন আহমেদ ফাহিম, সদস্য মো: আল আমিন মিয়া, মো: শহিদুল ইসলাম রবিন, কামরুল হাসান, মো: শরিফসহ নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সদস্যরা।
৫ দিন ২২ ঘন্টা ১১ মিনিট আগে
১০ দিন ৫৬ মিনিট আগে
১৩ দিন ৭ ঘন্টা ১০ মিনিট আগে
১৩ দিন ২১ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৪ দিন ২ ঘন্টা ৩২ মিনিট আগে
১৭ দিন ১১ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৭ দিন ২৩ ঘন্টা ৪০ মিনিট আগে