বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে মাভাবিপ্রবি ভেতরে পরীক্ষা, বাইরে অপেক্ষা আর উৎকণ্ঠা রামগড়ে গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১ আহত ৭ কুবিতে ১২টি কেন্দ্রে একযোগে চলছে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ২ সহযোগী আটক, অস্ত্র ও কার্তুজ উদ্ধার ঈশ্বরগঞ্জে ওয়াইপিএজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ক্ষমা ও ক্ষতিপূরণের বাংলাদেশের দাবির উল্লেখ নেই পাকিস্তানের ভাষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠ আজ লালপুরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের দিন বদলে কাজ করবে : সাবেক এমপি মোশারফ বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সামাজিক ভাবে হেয় ,অন্যায্য ভাবে আল্টিমেটামের তীব্র প্রতিবাদ কেন্দ্র ঘোষিত শ্রমিক যোগাযোগ পক্ষ পালন বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত আনুলিয়ায় একশত পরিবারের রাজবাড়ীর গোয়ালন্দে সাবেক ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে থানায় আওয়ামীলীগ নেতার অভিযোগ পীরগাছায় হেযবুত তওহীদ কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা! সোনাইমুড়িতে বৃদ্ধাকে হত্যা আবারও বাগযুদ্ধ: বাড়বে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন?

বিভিন্ন অনিয়ম নিয়ে দৈনিক দেশচিত্রে নিউজ প্রকাশ; বদলি হলেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক রুবেল

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক মোঃ পারভেজ রুবেলকে অবশেষে বদলি করা হয়েছে।

এর আগে তার বিরুদ্ধে মাদক সেবনসহ ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে দেশচিত্রে সংবাদ প্রকাশিত হয়। তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে এই বদলির আদেশ দেয়া হয়েছে বলে জানা যায়। বদলি আদেশের চিঠির স্মারক নং-পঃস্বাঃসিঃ/প্রশা-৩/বদলি-মৌলভীবাজার/২০২৪/ ১০৭৬।

চালক রুবেলের বিরুদ্ধে অভিযোগ ছিল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যাক্ত ভবনের ভেতরে বহিরাগত যুবকদের নিয়ে দিন-রাতে মাদকের আসর জমানো, সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুন ভাড়া আদায় করা, অ্যাম্বুলেন্সের জ্বালানী খরচের ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে সরকারি অর্থে গরমিল, শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিককে রোগী রেফার্ড করার কাজে জড়িত থাকা, মুঠোফোনে কল করলে অধিকাংশ সময় কল রিসিভ না করা, রোগীর স্বজনের প্রতি অসদাচরণ, দায়িত্ব-কর্তব্যে অবহেলাসহ নানা অভিযোগ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্স চালক পারভেজ রুবেল এর বদলির আদেশ গত ২২ আগস্ট হয়েছে। সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো: আনিসুর রহমান তাকে সিলেটের শাল্লায় বদলির আদেশ দিয়েছেন। মৌলভীবাজার জেলার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত পত্রের মাধ্যমে আমাদেরকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে তার স্থলাভিষিক্ত এখনো কাউকে পদায়ন করা হয়নি বলেও তিনি জানান। 

মৌলভীবাজার জেলার সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বলেন, অ্যাম্বুলেন্স চালক পারভেজ রুবেলের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়ার পর আমি সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো: আনিসুর রহমান বরাবর চিঠি প্রেরণ করি। এরই প্রেক্ষিতে তাকে সুনামগঞ্জ জেলার শালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে। চিঠিতে লেখা রয়েছে,  পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিম্নবর্ণিত কর্মচারীকে তাঁর বর্তমান পদ ও কর্মস্থল হতে বদলি করে তাঁর নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে পদায়ন করা হলো।

আগামী তিনদিনের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় চারদিনের দিন সরাসরি অব্যাহতি প্রাপ্ত হয়েছেন বলে গণ্য হবেন। 

মাদক-দুর্নীতির বিষয়ে রুবেলের বিরুদ্ধে অন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বলেন, রুবেলের বিরুদ্ধে এর আগে একটি বিভাগীয় মামলা হয়েছিল। আর এ মামলায় তাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে। চাকরিজীবনে কোনোদিন তার বেতন স্কেল বাড়বে না, যে বেতন বর্তমানে আছে তাই থাকবে। তবে নতুন কর্মস্থলেও যদি সে আবার এসব কর্মকাণ্ড করে তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনে তাকে চাকরিচ্যুত করবেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, অ্যাম্বুলেন্স চালক পারভেজ রুবেল ২০১০ সালের ২১ সেপ্টেম্বর শ্রীমঙ্গলে যোগদান করেন। যোগদানের কিছুদিন পর থেকেই বিভিন্ন অনিয়ম-দুর্নীতি সিন্ডিকেটের সাথে জড়িত হয়ে পড়েন। এর আগের কর্মস্থলেও তিনি নানা অনিয়মের সাথে সম্পৃক্ত ছিলেন বলে সুুত্র জানায়। 


প্রসঙ্গত, গত ৩১ জুলাই দৈনিক দেশচিত্র পত্রিকায় 'শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত কোয়ার্টার ভবনে মাদকসেবীদের আখড়া' শিরোনামে নিউজ প্রকাশ হয়। 


এই নিউজ প্রকাশের একদিন পর জেলার সিভিল সার্জনের নির্দেশে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত কোয়ার্টার ভবণ ভেঙ্গে ফেলা হয়। এরপর চালক রুবেলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৌলভীবাজার জেলার সিভিল সার্জন কার্যালয়ে চিঠি পাঠানো হয়। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে সিলেট বিভাগীয় (স্বাস্থ্য) কার্যালয়ে চিঠি প্রেরণ করেন। এরই প্রেক্ষিতে চালকের বদলির আদেশ দেয়া হয়।

আরও খবর







শ্রীমঙ্গলে ঈদ মিছিল অনুষ্ঠিত

১৯ দিন ১৩ ঘন্টা ৪২ মিনিট আগে