আদমদীঘিতে ইভটিজিং করায় যুবকের জেল-জরিমানা বগুড়ার জেলা প্রশাসকের আদমদীঘির বিভিন্ন দপ্তর পরিদর্শন ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় সহযোগিতা, জাপা নেতার বিরুদ্ধে মামলা! নোয়াখালীত আনিত মিথ্যা অভিযোগে সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে সভা ঝিনাইগাতীতে দম্পতিদের জন্য জেন্ডার ও উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নে অংশগ্রহণমূলক মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর গৌরীপুর ইউনিয়নে অন্তর্ভুক্তিকরণ (প্রতিবন্ধিতা), তৃতীয় লিঙ্গ, আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর ধানশাইল ইউনিয়নে সুশীল সমাজ ও সরকারি খাতের কর্মসূচিকে শক্তিশালী করার জন্য সমাজে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত এলাকায় বিষবাষ্প নাকি পূর্ব শত্রুতায় ঘরে আগুন ববি অধ্যাপককে আওয়ামী দোসর আখ্যা দিয়ে সিন্ডিকেট থেকে অব্যাহতি- শিক্ষার্থীদের বিক্ষোভ ক্ষেতলালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বকনা ও ষাঁড় গরু বিতরণ তদন্ত কমিটির বিচার কার্যকাল বিলম্ব হওয়ায় বাকৃবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল মোংলায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কুবির মিডিয়া ল্যাবে সরঞ্জাম নেই, তবু পরিশোধ পুরো বিল ঈশ্বরগঞ্জে পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্র সচিবসহ ৪ জনকে অব্যাহতি কুলিয়ারচর সরকারি কলেজে নতুন অধ্যক্ষ মোঃ রেহাছ উদ্দিন বানিয়াচংয়ে বোরো ধান কর্তন উৎসব মোংলায় পুকুরে মাছ ধরার সময় বজ্রাঘাতে বিএনপি নেতার মৃত্যু পীরগাছা গরু-ছাগলের হাট এখন সুখানপুকুর হেলিপ্যাডে নিম্নমানের ইট দিয়ে সড়ক নির্মাণ, প্রকৌশলীর বিরেুদ্ধে ঝাড়ু মিছিল দিয়ে এলাকাবাসী

শ্রীমঙ্গলে শিশু অধিকার পরিস্থিতি ও সেবার সুযোগ-সুবিধা বিষয়ে ব্রেকিং দ্য সাইলেন্স এর 'ডায়ালগ' অনুষ্ঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্রেকিং দ্য সাইলেন্স (বিটিএস) শ্রীমঙ্গল প্রকল্প অফিসের উদ্যোগে উপজেলা পর্যায়ে শিশু অধিকার পরিস্থিতি ও সেবার সুযোগ-সুবিধা বিষয়ে উপজেলা পর্যায়ে সেবাপ্রদানকারী বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের য়ে শিশুদের ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের কলেজ রোডস্থ বিটিএস এর শ্রীমঙ্গল কার্যালয়ে অনুষ্ঠিত 'ডায়ালগ' সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক শাহেদা আক্তার এবং সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল ৮ নং কালিঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা।

বিটিএস-এর কোর সাপোর্ট মডেল প্রকল্পের প্রকল্প কর্মকর্তা জুমেনা শাহনাজ এর উপস্থাপনায় সভার শুরুতেই বিটিএস শ্রীমঙ্গল প্রকল্প অফিসের শিশু সুরক্ষা সংক্রান্ত কার্যক্রম, শিশু সুরক্ষা নেটওয়ার্কের লক্ষ্য-উদ্দেশ্য ও শ্রীমঙ্গল উপজেলার নারী-শিশু বিষয়ক চলমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত উপস্থাপন করেন ব্রেকিং দ্য সাইলেন্সে এর শ্রীমঙ্গল প্রকল্প অফিসর কো-অর্ডিনেটর ও অফিস ইনচার্জ পারভেজ কৈরী।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল থানার এসআই (শিশু ও নারী বিষয়ক কর্মকর্তা) অলক বিহারী গুন, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের মৌলভীবাজার প্রতিনিধি ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক খবরপত্রের প্রতিনিধি এহসান বিন মুজাহির, বাংলাদেশ চা জনগোষ্ঠী আদিবাসি ফ্রন্টের নির্বাহী পরিচালক পরিমল সিং বাড়াইক, ভুড়ভড়িয়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি সুধির রিকিয়াসন।

উন্মুক্ত আলোচনায় বক্তারা শিশুদের বর্তমান পরিস্থিতি, শিশু যৌন নির্যাতন প্রতিরোধে সংস্থাগুলোর ভূমিকা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত প্রদান করা হয়।

সরকারি ও বেসরকারি শিশু বিষয়ক সংস্থার প্রতিনিধিরা এ আলোচনায় অংশগ্রহণ করেন ও শিশু সুরক্ষা আরও কার্যকর করার বিষয়ে প্রস্তাব দেন। শিশু সুরক্ষার তৎপরতা বৃদ্ধির জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়, যাতে কোনো ঘটনা ঘটলে তা অবিলম্বে থানাকে অবহিত করা যায় এবং শিশুর সুরক্ষার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা যায়।

ভুড়ভুড়িয়া চা বাগানে গত ১৬ সেপ্টেম্বর তারিখে ঘটে যাওয়া একটি শিশু নির্য়াতনের বিষয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অলক বিহারী গুনকে অবহিত করা হয় এবং এ বিষয়ে সঠিক তদন্তের জন্য কালিঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সভায় উপস্থিত সকলেই স্থানীয় থানার প্রতিনিধিকে অনুরোধ করেন।

ব্রেকিং দ্য সাইলেন্স শ্রীমঙ্গল প্রকল্প অফিসের কো-অর্ডিনেটর ও অফিস ইনচার্জ পারভেজ কৈরী বলেন, সভায় শিশু সুরক্ষা নেটওয়ার্ককে শক্তিশালী করতে কর্মএলাকা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শ্রীমঙ্গলের চাবাগান এলাকার যুব ক্লাবগুলো, জেলা ও উপজেলা মহিলা বিষয়ক পরিষদ, লিগ্যাল এইড কমিটি এবং জেলা ও উপজেলা সদর হাসপাতালের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও শ্রীমঙ্গল থানা, উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা অফিস ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের সাথে সমন্বয় করে কাজ করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠিত ডায়ালগ সভায় বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুশ্রম বন্ধ, শিশুদের শারীরিক ও মানসিক নির্যাতন প্রতিরোধ এবং বিশেষ করে শিশুদের মাদকাসক্তি রোধে শক্তিশালী ক্যাম্পেইন পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বিটিএস শ্রীমঙ্গল প্রকল্প অফিসের অন্যান্য কর্মীবৃন্দসহ শ্রীমঙ্গলে শিশু সুরক্ষা নিয়ে কাজ করা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে গঠিত শিশু সুরক্ষা নেটওয়ার্কের সদস্যগণসহ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর






শ্রীমঙ্গলে ঈদ মিছিল অনুষ্ঠিত

১৭ দিন ২৩ ঘন্টা ৩৫ মিনিট আগে