পীরগাছার সন্তান নাজমুচ্ছাকিব ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক হওয়ায় উপজেলা ছাত্রদলের সংবর্ধনা সাতক্ষীরা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. শহিদুল আলমের কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় অভয়নগরে ইহইয়াঊল উলুম মাদ্রাসার বয়স্ক ছাত্রদের বিরল কৃতিত্ব মৌলভীবাজারে তাপদাহ ও বৃষ্টির অভাবে চা শিল্পে ক্ষতির শঙ্কা ঈশ্বরগঞ্জে ঈদের বন্ধের মাঝেও পরিবার পরিকল্পনা বিভাগের স্বভাবিক প্রসূতি সেবা অব্যাহত মধুপুরে মহা অষ্টমীতে বংশাই নদীতে পুণ্যার্থীদের ঢল কিশোর চালককে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট, থানায় অভিযোগ দেশের আগে উপদেষ্টা পরিষদের সংস্কার জরুরি রাশেদ ঈশ্বরগঞ্জের লাঠিয়ামারী অষ্টমী স্নান ঘাটে গঙ্গাঁ মন্দিরের উদ্বোধন পঙ্গু হাসপাতালে সড়ক দুর্ঘটনা রোগীদের চাপ ; গত আট দিনে ১০৮৫ জন রোগী ভর্তি খুরুশকুলে অপহরণকারীদের কবল থেকে কিশোর উদ্ধার, মূল হোতা হৃদয় পলাতক হাসিনার প্রত্যর্পণের বিষয়ে মোদির প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না সরকারের কাছে যথেষ্ট খাদ্যশস্য মজুত রয়েছে: খাদ্য উপদেষ্টা দৌলতদিয়া যৌনপল্লীতে গলায় ফাঁস নিয়ে যৌনকর্মীর আত্মহত্যা। ঈশ্বরগঞ্জে অষ্টমী স্নান করতে এসে পূণ্যার্থীর মৃত্যু ঈদের চারদিন পার হলেও দৌলতদিয়া ঘাট শহর মুখী মানুষের ভীর। আক্কেলপুর আওয়ামীলীগ নেতা মেয়র শহীদুল আলমের ভাইয়ের পা রগ কাটল দুর্বৃত্তরা আশাশুনির বিছট খোলপেটুয়া নদী ভাঙ্গনের রিং বাঁধ ৫ দিন পর অবশেষে সম্পন্ন । দোয়ারাবাজারে আওয়ামীলীগ নেতা ফারুক মাষ্টার গ্রেফতার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর কাপনা মাদ্রাসার সুপারের দুর্নীতি মাদ্রাসার ভূমি উন্নয়ন কর ১৮ হাজার টাকা, সুপারের ভাউচারে ৫০ হাজার টাকা

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর কাপনা মাদ্রাসার সুপারের দুর্নীতি
মাদ্রাসার ভূমি উন্নয়ন কর ১৮ হাজার টাকা, সুপারের ভাউচারে ৫০ হাজার টাকা
মোশারফ হোসন লিটন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তার রসিদে ভূমি উন্নয়ন কর বাবদ ১৮ হাজার ৬০ টাকা পরিশোধ করা হয়েছে। মাদ্রাসার সুপার মোঃ আবুল কাসেম সেই রসিদে আনুসাঙ্গিক খরচ বাবদ ৩১ হাজার ৯ শত ৪০ টাকা যুক্ত করে ৫০ হাজার টাকার হিসাব দেখিয়েছেন। এ রকম ভয়াবহ অনিয়মের চিত্র পাওয়া গেছে বিশ্বম্ভরপুর কাপনা জালালিয়া দাখিল মাদ্রাসায়। মাদ্রাসার সুপার আবুল কাসেমের বিরুদ্ধে অতিরিক্ত প্রায় ৩২ হাজার টাকা আত্মসাত করার অভিযোগ এখন টক অব দ্যা এরিয়া। এদিকে মাদ্রাসার রেজুলেশনে মরা ডালপালা কর্তন দেখিয়ে বড় একটি পিতরাজ গাছ কেটে তা বিক্রি করে সুপার ও সভাপতি মিলে ভাগবাটোয়ারা করে নিয়েছেন। এসব ব্যাপারে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দাখিল আছে। 
অভিযোগ ও ম্যানেজিং কমিটির একটি সুত্রে জানা যায়, মাদ্রাসার সুপার আবুল কাসেম ১৪১২ বাংলা থেকে ১৪২৯ বাংলা পর্যন্ত মাদ্রাসার ভূমি উন্নয়ন কর ১৮ হাজার ৬০ টাকা স্থানীয় পলাশ ভূমি অফিসে পরিশোধ করেন। তহশীলদার আক্কাছ আলী ভূমি করের একটি রসিদও সুপারের কাছে তুলে দেন। পরে সুপার তহশীলদারের স্বাক্ষরকৃত রসিদের নীচে আনুসাঙ্গিক খরচ ৩১ হাজার ৯শত ৪০ টাকা লিখে কমিটির কাছে ৫০ হাজার টাকা খরচের ভাউচার দেখিয়ে টাকা আত্মসাত করে ফেলেন। এবং মাদ্রাসার একাডেমিক ভবনের সামনে থাকা ২০ হাজার টাকা মূল্যের গাছ বিক্রি করে টাকা পকেটস্থ করেন। এখানে গাছ কেটে মরা ডালপালা কেটেছেন বলে রেজুলেশন করে টাকা হজম করেন। ম্যানেজিং কমিটির একজন সদস্য এ ব্যাপারে অভিযোগ তুললে আমলে নেয়া হয়নি। এর আগেও  দুর্নীতির দায়ে সুপারকে ২ মাসের জন্য সাসপেন্ড করা হয়। পরে অঙ্গীকারনামা দিয়ে মাদ্রাসায় আবার যোগদান করেন। পলাশ ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা আক্কাছ আলী বলেন, মাদ্রাসার ভূমি উন্নয়ন কর বাবদ হিসাব করে ১৮ হাজার ৬০ টাকা নেয়া হয়েছে। এবং সুপারকে একটি রসিদ দেয়া হয়েছে। এ রসিদে সুপার যদি অতিরিক্ত কোন টাকা যোগ করেন সেটি ভুল হিসাব। মাদ্রাসার সুপার আবুল কাসেম বলেন, অভিযোগের প্রেক্ষিতে ফোনে কথা বলা যাবে না। সরাসরি মাদ্রাসায় আসেন কথা হবে। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন বলেন, আমি ঢাকায় একটি মিটিংয়ে আছি। এ বিষয়ে পরে কথা বলব। 
Tag
আরও খবর