সুন্দরগঞ্জে রেকর্ডভুক্ত শতবর্ষী একটি গ্রাম্য রাস্তা দখল, বিপাকে ১৫০ পরিবার।
গাইবান্ধার সুন্দরগঞ্জে শতবর্ষী একটি গ্রাম্য রাস্তা দখলের অভিযোগ উঠেছে দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী গ্রামের আকবর আলীর ছেলে এন্তাজ আলী ও আজগর গং এর বিরুদ্ধে।
সরেজমিনে গিয়ে দেখা যায় উত্তর ধুমাইটারী গ্রামে ১৫০ পরিবারের ব্যবহৃত রাস্তাটি বাশের খুটি দিয়ে সর্বসাধারণের চলাচলের পথ বন্ধ করা হয়েছে।
নাম না প্রকাশ করার শর্তে স্থানীয় প্রবীণ লোকজন জানান মো: মহির হাজী ও আজগর গং এর মধ্যে পারিবারিক জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে। এরই ধারাবাহিকতায় গত ২০/২১ দিন আগে আজগর গং এর এন্তাজ আলী তার ঘরের পিছনের রাস্তায় খুটি গেড়ে সেটি বন্ধ করে দেন। খবর পেয়ে ৫নং দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো: রেজাউল আলম সরকার রেজা ঘটনাস্থলে গিয়ে খুটি তুলে দিয়ে জনসাধারণের চলাচলের পথ খুলে দেন। কিন্তু গত ৭/৮ দিন আগে আবারও রাস্তাটি বন্ধ করে দেন আজগর গং। এতে দূর্ভোগে পরেছেন প্রায় ১৫০ টি পরিবার। এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান " আমি যতদুর খোজখবর নিয়েছি তাতে রাস্তাটি সরকারি রেকর্ডভুক্ত, ব্যাক্তিগত আক্রোশের জেরে একটি পক্ষ রাস্তাটি বন্ধ করে দিয়েছে এতে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। যতদ্রুত সম্ভব রাস্তাটি চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।
স্থানীয়রা জানান তাদের বাপ-দাদারাও এই রাস্তাটি ব্যবহার করতেন তারাও এই রাস্তাটি ব্যবহার করে আসছেন। এতোদিন কোন সমস্যা হয় নি। হঠাৎ করেই মাস খানেক আগে দুটি পক্ষের জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে রাস্তাটি বন্ধ করে তাদের বিপাকে ফেলা হয়েছে। স্থানীয়দের দাবি দ্রুত রাস্তাটি উন্মুক্ত করে সকলের চলাচলের পথ সুগম করা হোক।
এ ব্যাপারে অভিযুক্ত আজগর গং ও এন্তাজ আলীর সাথে যোগাযোগ করা হলেও তাদের সাথে কথা বলা সম্ভব হয় নি।
২ দিন ১৭ ঘন্টা ৩২ মিনিট আগে
৫ দিন ১ ঘন্টা ৫৫ মিনিট আগে
২৬ দিন ১৪ ঘন্টা ৫২ মিনিট আগে
৩৮ দিন ১৮ ঘন্টা ৩ মিনিট আগে
২৪৯ দিন ১৯ ঘন্টা ২৭ মিনিট আগে
২৮২ দিন ২২ ঘন্টা ৫৭ মিনিট আগে
২৮৮ দিন ১ ঘন্টা ৪৫ মিনিট আগে
২৯৪ দিন ৩ ঘন্টা ০ মিনিট আগে