সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানা এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জের নির্দেশক্রমে এসআই জুলহাস উদ্দিন ও এসআই গোলাম সরওয়ার সরকার অদ্য ০৮-০৫-২০২৩ খ্রি. দুপুর ০১:১৫ ঘটিকায় জামালগঞ্জ থানাধীন চানপুর শেখহাটি সাকিনের গ্রেফতারকৃত ১নং আসামি বদিউজ্জামানের বসতঘরে সঙ্গীয় অফিসার ও নারী কনস্টাবল সুপ্রিয়া বালা দাসের সহায়তায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মনমিলা আক্তার (২৩), স্বামী-মোঃ বদিউজ্জামান, সাং-চাঁনপুর (শেখহাটি), থানা-জামালগঞ্জ, জেলা-সুনামগঞ্জকে আটক করেন। আটককৃত আসামির বসতঘরে তল্লাশি করে আসামির হেফাজতে থাকা McDowell's মদ ২৫ বোতল ও AC Black মদ ৮০ বোতল সর্বমোট ১০৫ (একশত পাঁচ) বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ উদ্ধারপূর্বক সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকামূলে জব্দ করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির নিকট হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জব্দকৃত ভারতীয় মাদ ক্রয় ও বিক্রয়ের সাথে জড়িত পলাতক আসামি বদিউজ্জামান (৩০), পিতা-মৃত বিল্লাল উদ্দিন, সাং-চাঁনপুর (শেখহাটি), থানা-জামালগঞ্জ, জেলা-সুনামগঞ্জকে জামালগঞ্জ থানা এলাকা হতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। ধৃত আসামিদ্বয় পরস্পর যোগসাজসে উদ্ধারকৃত বিদেশি মদ বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখে। তারা পেশাদার মাদক ব্যবসায়ী। আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ বিদেশি আমদানি নিষিদ্ধ মদসহ অন্যান্য নেশা জাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে তথ্য পাওয়া যায়। উক্ত বিষয় গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদ্বয়কে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
৩৯ দিন ১২ ঘন্টা ৩৮ মিনিট আগে
৮৯ দিন ১৬ ঘন্টা ৩২ মিনিট আগে
১২৮ দিন ১১ ঘন্টা ৫১ মিনিট আগে
২৬০ দিন ৩ ঘন্টা ৫ মিনিট আগে
৪৩৬ দিন ২১ ঘন্টা ৩৩ মিনিট আগে
৪৫৭ দিন ১৬ ঘন্টা ১৯ মিনিট আগে
৪৮৬ দিন ২১ ঘন্টা ৫২ মিনিট আগে
৫২৪ দিন ১৫ ঘন্টা ১১ মিনিট আগে