সুনামগঞ্জ জেলা পুলিশে কর্মরত অফিসার ও ফোর্সের সমন্বয় মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২ জানুয়ারি ২০২৪ খ্রি.) সকাল সাড়ে ৯টায় সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে এই প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে কুচকাওয়াজ, অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্। পুলিশ সুপার প্যারেডের সার্বিক মান দেখে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় তিনি, অফিসার ও ফোর্সদের শারিরীক ও মানসিক ফিটনেসের জন্য প্যারেডের গুরুত্ব তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। মাস্টার প্যারেডে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক।
মাস্টার প্যারেড অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য সকল উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জ, আরআই, আরওআইসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
৩৭ দিন ১৪ ঘন্টা ২৭ মিনিট আগে
৮৭ দিন ১৮ ঘন্টা ২০ মিনিট আগে
১২৬ দিন ১৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
২৫৮ দিন ৪ ঘন্টা ৫৩ মিনিট আগে
৪৩৪ দিন ২৩ ঘন্টা ২২ মিনিট আগে
৪৫৫ দিন ১৮ ঘন্টা ৮ মিনিট আগে
৪৮৪ দিন ২৩ ঘন্টা ৪০ মিনিট আগে
৫২২ দিন ১৬ ঘন্টা ৫৯ মিনিট আগে