২৩ মে ২০২৩ খ্রি: সকাল ১০.০০ ঘটিকায় রংপুর রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম মহোদয় জেলা পুলিশ রংপুরের হিসাব শাখার ১ম অর্ধ-বার্ষিক হিসাব এবং ডিএসবি অফিস বার্ষিক পরিদর্শন করেন। তিনি পুলিশ অফিস, রংপুরে পৌঁছালে পুলিশ সুপার জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী মহোদয় তাঁকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এসময় জেলা পুলিশ রংপুরের একটি সুসজ্জিত দল ডিআইজি মহোদয়কে গার্ড অব অর্নার প্রদান করেন। অভ্যর্থনা গ্রহণ শেষে ডিআইজি মহোদয় হিসাব শাখা ও ডিএসবি অফিসের বিভিন্ন কার্যক্রম ও রেজিস্ট্রারসমূহ খতিয়ে দেখেন এবং রংপুর জেলা পুলিশের সার্বিক কার্যক্রমকে আরো গতিশীল করতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য যে, পরিদর্শন পর্বের শুরুতেই সম্মানিত ডিআইজি মহোদয় রংপুর জেলার সকল ইউনিট প্রধানসহ সকল পুলিশ পরিদর্শকগনের সাথে বিশেষ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন জনাব মো: তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন), রংপুর; জনাব মোছাঃ সুলতানা রাজিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), রংপুর; জনাব মো: ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রংপুর; জনাব হোসাইন মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), রংপুর; জনাব মোঃ আবু আশরাফ সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), রংপুর; জনাব আবু হাসান মিয়া, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল), রংপুরসহ পুলিশ অফিসে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা, সিভিল স্টাফ এবং পুলিশ সদস্যবৃন্দ।
৩৯ দিন ১২ ঘন্টা ৩৫ মিনিট আগে
৮৯ দিন ১৬ ঘন্টা ২৯ মিনিট আগে
১২৮ দিন ১১ ঘন্টা ৪৮ মিনিট আগে
২৬০ দিন ৩ ঘন্টা ২ মিনিট আগে
৪৩৬ দিন ২১ ঘন্টা ৩০ মিনিট আগে
৪৫৭ দিন ১৬ ঘন্টা ১৬ মিনিট আগে
৪৮৬ দিন ২১ ঘন্টা ৪৯ মিনিট আগে
৫২৪ দিন ১৫ ঘন্টা ৮ মিনিট আগে