সুনামগঞ্জ জেলা সফরে : পুলিশ প্রধান
৭ই জুলাই ২০২৩ খ্রি. সকাল ১০:৪০ ঘটিকায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম মহোদয় সুনামগঞ্জ জেলা সফরে আসেন। তিনি সুনামগঞ্জ সার্কিট হাউজে উপস্থিত হলে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী এবং পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। সার্কিট হাউজ প্রাঙ্গণে জগন্নাথপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুভাশীষ ধরের নেতৃত্বে জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল আইজিপি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন। এরপর আইজিপি মহোদয় সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে ২০০টি দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ করেন।
এ সময় আইজিপি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে দেন। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো, বিশেষ করে সুনামগঞ্জ জেলায় আইন-শৃঙ্খলা তুলনামূলকভাবে অন্যান্য জেলার থেকে ভাল, এ জেলার মানুষ শান্তিপ্রিয়, এখানে মারামারি দাঙ্গা হাঙ্গামা অনেক কম।
আসন্ন জাতীয় নির্বাচন সম্পর্কে আইজিপি বলেন, নির্বাচনকালীন পুলিশ নির্বাচন কমিশনের অধিন দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশন পুলিশকে যে নির্দেশনা দিবে সেই নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য দায়িত্ব পালন করবে। নির্বাচনী দায়িত্ব পালনে বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে। আইন-শৃঙ্খলা বিঘ্নের জন্য যদি কেউ চেষ্টা করে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশের সক্ষমতা সম্পর্কে আইজিপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নেয়ার পরে পুলিশের জনবল বেড়েছে, সক্ষমতাসহ লজেস্টিক সরবরাহ বেড়েছে, বর্তমানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পুলিশ তদন্ত করছে। বিভিন্ন ক্লুলেস মামলা ডিটেক্ট করতে সক্ষম হচ্ছে।
পরে বেলা ১২:৩০ ঘটিকায় আইজিপি মহোদয় সিলেট রেঞ্জ ডিআইজি জনাব শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাজন কুমার দাসের সঞ্চালনায় সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় যোগদান করেন। বিশেষ কল্যাণ সভায় বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ নানা বিষয় আইজিপি মহোদয়ের সামনে তুলে ধরেন। তিনি মনোযোগ দিয়ে তাদের কথা শুনেন এবং সমস্যা সমাধানে কার্যকারী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সুনামগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্ আইজিপি মহোদয়কে সম্মাননা স্মারক প্রদান করেন। বিশেষ কল্যাণ সভায় জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।
৩৯ দিন ১২ ঘন্টা ৩৭ মিনিট আগে
৮৯ দিন ১৬ ঘন্টা ৩০ মিনিট আগে
১২৮ দিন ১১ ঘন্টা ৫০ মিনিট আগে
২৬০ দিন ৩ ঘন্টা ৪ মিনিট আগে
৪৩৬ দিন ২১ ঘন্টা ৩২ মিনিট আগে
৪৫৭ দিন ১৬ ঘন্টা ১৮ মিনিট আগে
৪৮৬ দিন ২১ ঘন্টা ৫০ মিনিট আগে
৫২৪ দিন ১৫ ঘন্টা ১০ মিনিট আগে