সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অভিযানে ২৪ বস্তা ভারতীয় চিনিসহ ০৩ জন চোরাকারবারি গ্রেফতার।
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই মাহমুদুল হাসান, এএসআই মোঃ শরীফ মিয়া, এএসআই মুহিবুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর থানাধীন বড়ঘাট পয়েন্টে জামালগঞ্জ টু সুনামগঞ্জগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে অদ্য ০৯-০৭-২০২৩ খ্রি. সকাল ০৬:২০ ঘটিকায় ১। মোঃ তোফাজ্জল হক প্রকাশ তোফায়েল(২৫), পিতা-মৃত সুলতান মিয়া, ২। মিজানুর রহমান (২৭), পিতা-মৃত শায়েখ মিয়া, উভয় সাং-অচিন্তপুর, ৩। সুমন মিয়া (২৭), পিতা-আঃ মতিন, সাং-বৈঠাখালী, সর্ব থানা-সুনামগঞ্জ সদর, জেলা-সুনামগঞ্জদের আটক করেন। আটককৃত ব্যক্তিদের হেফাজত থাকা ব্যাটারি চালিত ০২টি ইজি বাইক (টমটম) তল্লাশি করে ২৪ বস্তায় মোট ১২০০ (এক হাজার দুইশত) কেজি ভারতীয় চিনি এবং আটককৃত ব্যাটারি চালিত ইজি বাইক ০২টি উদ্ধারপূর্বক জব্দ তালিকামূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিগণ জব্দকৃত ভারতীয় চিনি আমদানী সংক্রান্ত কাগজপত্রসহ অন্যান্য বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। আসামিগণ চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখায় তাদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতাকৃত আসামিদেরকে যথাযত পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
৩৯ দিন ১২ ঘন্টা ৩৪ মিনিট আগে
৮৯ দিন ১৬ ঘন্টা ২৮ মিনিট আগে
১২৮ দিন ১১ ঘন্টা ৪৭ মিনিট আগে
২৬০ দিন ৩ ঘন্টা ১ মিনিট আগে
৪৩৬ দিন ২১ ঘন্টা ২৯ মিনিট আগে
৪৫৭ দিন ১৬ ঘন্টা ১৫ মিনিট আগে
৪৮৬ দিন ২১ ঘন্টা ৪৭ মিনিট আগে
৫২৪ দিন ১৫ ঘন্টা ৭ মিনিট আগে