বিক্রি হয়ে গেছে কাতার বিশ্বকাপের ৯০ শতাংশ টিকিট, সবচেয়ে বেশি কিনেছে ১০ দেশ
কাতার বিশ্বকাপ ঘ’নিয়ে আসছে। এক মাসের চেয়ে কিছুটা বেশি সময় বাকি আছে বিশ্বকাপের। সেপ্টেম্বরের ২৭ তারিখ টিকিট ছাড়ার পর থেকে প্রায় ৯০ শতাংশ টিকিট ইতোমধ্যেই বি’ক্রি হয়ে গেছে।
অনুমেয়ভাবেই বিশ্বকাপের টিকিটের প্রতি সবচেয়ে আগ্রহী স্বাগতিক কাতার। এরপর আছে যুক্তরা’ষ্ট্র। টিকিট ক্রয়ের তালিকায় সেরা পাঁচে নেই দুই হট ফে’ভারিট আর্জেন্টিনা এবং ব্রাজিল। তবে টিকিটের আগ্রহে ব্রাজিলের চেয়ে ঢের এগিয়ে আর্জেন্টাইন সম’র্থকরা।
টিকিট ক্র’য়ের তালিকায় সাত নম্বরে আছে লিওনেল মেসিদের সমর্থকরা আর ৯ নম্বরে আছে নেইমার জুনিয়রদের সমর্থকরা। ২০ নভেম্বর এবারের বিশ্বকাপ মাঠে গড়াচ্ছে। এর এক মাস আগে ২৭ সেপ্টেম্বর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে ফিফা।
এরপর মাত্র ১২ দিনেই শেষ ২৭ লাখেরও বেশি টিকিট। সব মিলিয়ে এবারের বিশ্বকাপের মোট ৩১ লাখ টিকিট ছে’ড়েছে ফিফা। যার মধ্যে অধিকাংশ টিকিটই কে’টেছে স্বাগতিক দেশ কাতার।
স্বাগতিকরা এখন পর্যন্ত ৯ লাখ ৪৭ হাজার ৪৬০টি টিকিট কে’টেছে। দক্ষিণ আমেরিকার দলগুলোর ভেতর বিশ্বকাপে ফেভারিটের তক’মা নিয়ে অংশগ্রহণ করতে আসছে ব্রাজিল এবং আর্জেন্টিনা।
তবে ব্রাজিলের সমর্থকদের যেন এবারের বিশ্বকাপের প্রতি আ’গ্রহই নেই। প্রায় ২২ কোটি জনসংখ্যার দেশ ব্রাজিল এবার বিশ্বকাপের টিকিট কে’টেছে মাত্র ৩৯ হাজার ৫৪৬ টি। এদিকে লিওনেল মেসিদের সম’র্থকরা ৬১ হাজার ৮৩টি টিকিট কে’টে সর্বোচ্চ টিকিট সংগ্রহকারীদের তালিকায় আছে ৭ম স্থানে।
সর্বোচ্চ টিকিট কা’টা দেশের তালিকা এবং সংখ্যা: ১. কাতার- ৯ লাখ ৪৭ হাজার ৪৬০টি, ২. যুক্তরাষ্ট্র- ১ লাখ ৪৬ হাজার ৬১৬টি, ৩. সৌদি আরব- ১ লাখ ২৩ হাজার ২২৮টি, ৪. ইংল্যান্ড- ৯১ হাজার ৬৩২টি।
৫. মেক্সিকো- ৯১ হাজার ১৭৩টি, ৬. সংযুক্ত আরব আমিরত- ৬৬ হাজার ১২৭টি, ৭. আর্জেন্টিনা- ৬১ হাজার ৮৩টি, ৮. ফ্রান্স- ৪২ হাজার ২৮৭টি, ৯. ব্রাজিল- ৩৯ হাজার ৫৪৬টি, ১০. জার্মানি- ৩৮ হাজার ১১৭টি।
৩৯ দিন ১২ ঘন্টা ২৫ মিনিট আগে
৮৯ দিন ১৬ ঘন্টা ১৯ মিনিট আগে
১২৮ দিন ১১ ঘন্টা ৩৮ মিনিট আগে
২৬০ দিন ২ ঘন্টা ৫২ মিনিট আগে
৪৩৬ দিন ২১ ঘন্টা ২০ মিনিট আগে
৪৫৭ দিন ১৬ ঘন্টা ৬ মিনিট আগে
৪৮৬ দিন ২১ ঘন্টা ৩৯ মিনিট আগে
৫২৪ দিন ১৪ ঘন্টা ৫৮ মিনিট আগে