গত ০৮/১০/২০২২খ্রি: তারিখ অনুমান ১৯.৫৫ ঘটিকায় গোপন সংবাদ প্রাপ্ত হইয়া অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিঃ)/খায়রুল বাশার এর নেতৃত্বে সঙ্গীয় এএসআই/শেখ সাদী, কং/২০৮৭ মো: ছাইদুল ইসলাম দক্ষিণ সুরমা থানাধীন ঝালোপাড়া সাকিনস্থ মহিলা মাদ্রাসা গলি মন্টু মিয়ার কলোনীর ভাড়াটিয়া আসামী রাজীব আহমদ এর ভাড়া বাসা হইতে আসামী ১। রাজীব আহমদ (২৪), পিতা-মো: রফিক মিয়া, মাতা-নয়নতারা বেগম, সাং-
স্বপ্ননীড় ৮৫, ঝালোপাড়া, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, বর্তমানে-ঝালোপাড়া, মন্টু মিয়ার বাসার ভাড়াটিয়া, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেটকে আটক করেন। তখন উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে তল্লাশী কালে ধৃত আসামী রাজীব আহমদ (২৪) এর এর পরিহিত কালো রংয়ের প্যান্টের ডান পকেট হইতে ০১টি কালো রংয়ের রেক্সিনের ব্যাগের ভিতরে রক্ষিত সাদা পলিথিনে মোড়ানো ৩০ (ত্রিশ) পিস কথিত ইয়াবা ট্যাবলেট, যাহা আসামী নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে উদ্ধারপূর্বক ০৮/১০/২০২২খ্রিঃ তারিখ রাত ২০.১০ ঘটিকার সময় উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় জব্দ তালিকা মূলে জব্দ করেন। উক্ত বিষয়ে দক্ষিণ সুরমা থানার মামলা নং-০৩, তাং-০৯/১০/২০২২ খ্রিঃ,
ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১০ (ক) রুজু করত: যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন মো: কামরুল হাসান তালুকদার, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।
৩৯ দিন ১২ ঘন্টা ৩০ মিনিট আগে
৮৯ দিন ১৬ ঘন্টা ২৩ মিনিট আগে
১২৮ দিন ১১ ঘন্টা ৪২ মিনিট আগে
২৬০ দিন ২ ঘন্টা ৫৬ মিনিট আগে
৪৩৬ দিন ২১ ঘন্টা ২৫ মিনিট আগে
৪৫৭ দিন ১৬ ঘন্টা ১১ মিনিট আগে
৪৮৬ দিন ২১ ঘন্টা ৪৩ মিনিট আগে
৫২৪ দিন ১৫ ঘন্টা ৩ মিনিট আগে