মানব পাচারকারী চক্রের প্রলোভনে পরে একওয়ান ইসলাম (২০) নামের এক যুবক লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে গত ১৬/০৬/২০২২ খ্রি. লিবিয়ায় মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা মোঃ তরিকুল ইসলাম (৪১) বাদী হয়ে গত ০৩/১০/২০২২ খ্রি. আসামী ১। আবুল মিয়া (৫০), ২। আছমা বেগম (৪০), ৩। আলী হোসেন (২৫), ৪। সালেহ আহমদ (৪৫)গণের বিরুদ্ধে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় অভিযোগ করলে মানব পাচার তৎসহ পেনাল কোড আইনে জগন্নাথপুর থানায় মামলা রুজু করা হয়। মামলা রুজুর পর সুনামগঞ্জ জেলাসহ সিলেট জেলা ও হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে নিরবিচ্ছিন্নভাবে অভিযান পরিচালনা করে ০৯/১০/২০২২ খ্রি. হবিগঞ্জ জেলা সদরের বাস স্ট্যান্ড সংলগ্ন মোহনপুর নামক এলাকা হতে এজাহার নামীয় ০২ (দুই) জন আসামী গ্রেফতার করা হয় এবং অপর দুই আসামী বর্তমানে লিবিয়ায় অবস্থান করছেন বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের নিকট হতে ১টি ভ্যানিটি ব্যাগ এবং ব্যাগের ভিতর রাখা ৪,১৫,৫০০/- (চার লক্ষ পনের হাজার পাঁচশত) টাকা, ৭টি মোবাইলফোন, ১টি এটিএম কার্ড, ২টি ব্যাংক চেক বইসহ ১টি পাসপোর্ট জব্দ করা হয়।
উক্ত ঘটনায় বিষয়ে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সুনামগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ এহ্সান শাহ্ মহোদয়ের নির্দেশক্রমে অদ্য ১০/১০/২০২২ খ্রি. সকাল ১১.০০ ঘটিকায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আবু সাঈদ-এর সভাপতিত্বে প্রেস ব্রিফিং শুরু হয়। অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় মানব পাচার রোধে পুলিশের গৃহিত বিভিন্ন পদক্ষেপ ও কঠোর অবস্থানের বিষয় তুলে ধরেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা ডিএসবি'র অতিরিক্ত পুলিশ সুপার, জনাব পারভেজ আলম চৌধুরী, সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) জনাব সুভাশীষ ধর, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
৩৯ দিন ১২ ঘন্টা ৩০ মিনিট আগে
৮৯ দিন ১৬ ঘন্টা ২৩ মিনিট আগে
১২৮ দিন ১১ ঘন্টা ৪২ মিনিট আগে
২৬০ দিন ২ ঘন্টা ৫৭ মিনিট আগে
৪৩৬ দিন ২১ ঘন্টা ২৫ মিনিট আগে
৪৫৭ দিন ১৬ ঘন্টা ১১ মিনিট আগে
৪৮৬ দিন ২১ ঘন্টা ৪৩ মিনিট আগে
৫২৪ দিন ১৫ ঘন্টা ৩ মিনিট আগে