আজ ০৩ মার্চ, ২০২৩ তারিখ দিনব্যাপী দিরাই এবং শাল্লা উপজেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বিভিন্ন হাওরে ডুবন্ত বাঁধের ভাঙ্গা বন্ধকরণ ও মেরামত কাজ পরিদর্শন করেন জনাব দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা প্রশাসক, সুনামগঞ্জ। এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মাহমুদুর রহমান মামুন, উপজেলা নির্বাহী অফিসার, দিরাই; পাউবো'র উপ-সহকারী প্রকৌশলী; পিআইসির সভাপতি/সদস্য সচিবসহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় কৃষকগণ। পরিদর্শনকালে দিরাই উপজেলার বরাম হাওরের ১৩৬ হতে ১৪৮ নং পিআইসি ও টাঙ্গুয়ার হাওরের ৭৬ হতে ৯৯ নং পিআইসি এবং শাল্লা উপজেলার ভান্ডবিল হাওরের ২৫নং পিআইসি’র কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে বাঁধের কাজ ডিজাইন ও স্পেসিফিকেশন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন করার জন্য প্রকল্প কমিটির সভাপতিদের নির্দেশ প্রদান করেন।