সুনামগঞ্জের জামালগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামীকে যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভিন আসামির উপস্থিতিতে এই সাজার আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী খায়রুল কবীর রোমেন।
দণ্ডিত জালাল উদ্দিন সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ইচ্চারচর গ্রামের আব্দুস সোবানের ছেলে।
মামলার নথির সূত্রে বাদীপক্ষের আইনজীবী শাহাব উদ্দিন জানান, বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে প্রায়ই স্ত্রী সামিয়া বেগম (১৯) কে নির্যাতন করতেন জালাল উদ্দিন। স্বামীর নির্যাতনে জামালগঞ্জের ফেকুল মামুদপুর গ্রামে বাবার বাড়ি চলে যান সামিয়া।
একইসঙ্গে তাকে নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের দণ্ডাদেশ দেওয়া হয়েছে বলেও জানান আইনজীবী শাহাব উদ্দিন।
৩৯ দিন ১২ ঘন্টা ২৫ মিনিট আগে
৮৯ দিন ১৬ ঘন্টা ১৯ মিনিট আগে
১২৮ দিন ১১ ঘন্টা ৩৮ মিনিট আগে
২৬০ দিন ২ ঘন্টা ৫২ মিনিট আগে
৪৩৬ দিন ২১ ঘন্টা ২০ মিনিট আগে
৪৫৭ দিন ১৬ ঘন্টা ৬ মিনিট আগে
৪৮৬ দিন ২১ ঘন্টা ৩৮ মিনিট আগে
৫২৪ দিন ১৪ ঘন্টা ৫৮ মিনিট আগে