আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা ও মার্কেটের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নিমিত্তে সুনামগঞ্জ বাজার ব্যবসায়ীদের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ।
আজ ২১ই মার্চ ২০২৩ খ্রি. সকাল ১১:৩০ ঘটিকায় সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখাসহ মার্কেটের নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্তে স্থানীয় বাজার ব্যবসায়ীগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্ সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। বাজার কমিটির সদস্যগণ বাজারের যানজট নিরসনে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েনসহ মার্কেটের বিভিন্ন সমস্যা পুলিশ সুপারের নিকট তুলে ধরেন। পুলিশ সুপার ব্যবসায়ীদের উত্থাপিত সমস্যা সমূহ সমাধানের জন্য জেলা পুলিশের পক্ষ হতে প্রয়োজনীয় সব ধরণের সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।
এ সময় পুলিশ সুপার আসন্ন রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক ও সহনীয় পর্যায়ে রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান। এছাড়া সুনামগঞ্জ জেলার বিভিন্ন মার্কেটের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে অতিরিক্ত নাইটগার্ডসহ সিসি ক্যামেরা স্থাপনের জন্য ব্যবসায়ীদের অনুরোধ করেন।
সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রিপন কুমার মোদক, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান, জেলার ডিআইও-১ মো: আজিজুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এর নেতৃবৃন্দসহ বাজার কমিটির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীবৃন্দ।
৩৯ দিন ১২ ঘন্টা ৩০ মিনিট আগে
৮৯ দিন ১৬ ঘন্টা ২৩ মিনিট আগে
১২৮ দিন ১১ ঘন্টা ৪৩ মিনিট আগে
২৬০ দিন ২ ঘন্টা ৫৭ মিনিট আগে
৪৩৬ দিন ২১ ঘন্টা ২৫ মিনিট আগে
৪৫৭ দিন ১৬ ঘন্টা ১১ মিনিট আগে
৪৮৬ দিন ২১ ঘন্টা ৪৩ মিনিট আগে
৫২৪ দিন ১৫ ঘন্টা ৩ মিনিট আগে