বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর খুলনা ব্যাটালিয়নের অভিযানে যশোরের শার্শা উপজেলার অগ্রভূলাট সীমান্ত থেকে ১.১৬৭ কেজি ওজনের ১০টি স্বর্ণের বারসহ ০২ জন পাচারকারী আটক ।
অদ্য ২৩ মার্চ ২০২৩ তারিখ বিজিবি'র খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) নিজস্ব তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, যশোরের শার্শা উপজেলার অগ্রলাট সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান বাংলাদেশ হতে ভারতে পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এর নেতৃত্বে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ অগ্রভূলাট বিওপি’র একটি টহলদল মেইন পিলার ১৭/৭ এস এর ৫৪ আর পিলার হতে আনুমানিক ০৬ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে জামতলা গ্রামস্থ জামতলার মোড় নামক স্থানে পাকা রাস্তার পার্শ্বে গোপনীয়তার সাথে অবস্থান নেয়। কিছুক্ষণ পর ০২ জন ব্যক্তি পায়ে হেঁটে টহলদলের নিকটবর্তী আসলে বিজিবি টহলদল সন্দেহজনকভাবে তাদেরকে থামতে বলে। বর্ণিত ব্যক্তিরা না থেমে দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করলে বিজিবি টহলদল তাৎক্ষণিকভাবে তাদেরকে আটক করে। জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা তাদের পরিচয়- (১) মোঃ জাফর আলী (৫২), পিতা- মোঃ জায়েদ আলী, গ্রাম- বাহিরগ্রাম, পোস্ট- বাহিরগ্রাম, থানা- নড়াইল, জেলা- নড়াইল এবং (২) মোঃ নয়ন আলী (১৮), পিতা-মোঃ বিল্লাল হোসেন, গ্রাম- দুধপাতিল, পোস্ট-দর্শনা, থানা-দামুড়হুদা, জেলা- চুয়াডাঙ্গা বলে জানায়। পরবর্তীতে তাদের দেহ তল্লাশী করে পায়ে পরিহিত মোজার ভেতর পায়ের তালুর নীচে অভিনব কায়দায় কস্টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ১.১৬৭ কেজি ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করে। জব্দকৃত স্বর্ণের আনুমানিক সিজারমূল্য-৯৬,৫১,০৯০/- (ছিয়ানব্বই লক্ষ একান্ন হাজার নব্বই) টাকা।
আটককৃত পাচারকারীদ্বয় স্বর্ণের বারগুলো অগ্রভূলাট সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল বলে জানায়। এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
৩৯ দিন ১২ ঘন্টা ২৮ মিনিট আগে
৮৯ দিন ১৬ ঘন্টা ২১ মিনিট আগে
১২৮ দিন ১১ ঘন্টা ৪১ মিনিট আগে
২৬০ দিন ২ ঘন্টা ৫৫ মিনিট আগে
৪৩৬ দিন ২১ ঘন্টা ২৩ মিনিট আগে
৪৫৭ দিন ১৬ ঘন্টা ৯ মিনিট আগে
৪৮৬ দিন ২১ ঘন্টা ৪১ মিনিট আগে
৫২৪ দিন ১৫ ঘন্টা ১ মিনিট আগে