অবাঞ্চিত সময়ের সাক্ষাৎ অনেক
কষ্ট বাহিত অশ্রু নদীতে
ঝিনুকের স্বচ্ছ নজর,
তোমার ফেলে আসা অতীত
হৃদপিন্ডে লুকায়িত যক্ষের ধন;
ক্ষণে ক্ষণে নিশ্বাসে বিশ্বাসে
নামের ঘ্রান নবান্যের সন্ধ্যা।
তোমার জলজলে স্পর্শের সংলাপ
আছড়ে পড়ে পড়ন্ত বুকে,
স্বীকৃত অথচ আড়ালে লুকাও;
স্বরূপে কাশবন প্রনয়ে।
বহুবার সে সাধনার প্রহর বয়ে গেছে
যতদুর দৃষ্টি সীমা --
মন বেঁধেছো হয়তো শৈবাল ঘাটে
এক খন্ড পাথর সময় ।
প্রবেশাধীকারের নিষেধাজ্ঞা ভাঙ্গা
অবাধ্য অথচ অবাঞ্ছিত সময়
উত্তাল টাইফুন ;
নিঃশ্বেসেও তুলি টানে সময়ের চিহ্নে।
ফিরবে না আর কোন কিছু
তোমাতে-আমাতে বাঞ্ছিত - অবাঞ্ছিত
ফুটন্ত পদ্ন সময়,
তবুও মৌমাছিটি সরিষা ফুলের ডগায় অবাঞ্ছিত সময়।
১ দিন ৮ ঘন্টা ৫৮ মিনিট আগে
১২ দিন ৮ ঘন্টা ৫ মিনিট আগে
১৮ দিন ৭ ঘন্টা ৩ মিনিট আগে
১৮ দিন ৭ ঘন্টা ১৮ মিনিট আগে
২২ দিন ১০ ঘন্টা ২৩ মিনিট আগে
২৪ দিন ১২ ঘন্টা ৫৩ মিনিট আগে
৪৩ দিন ৭ ঘন্টা ১৪ মিনিট আগে
৬৬ দিন ১৩ ঘন্টা ৪৫ মিনিট আগে