সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানাধীন শাঁকদহা মৌজায় আদালতে মামলা চলমান থালাবস্থায় স্থানীয় সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই কর্তৃক সহকারী কমিশনার (ভূমি) হতে ভূয়া ভূমিহীন সাজিয়ে ভূমি ইজারা নেওয়ার জন্য জেলা প্রশাসক বরাবর প্রস্তাব পাঠানোর অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে ও ইজারা বন্দের দাবীতে গত ইং- ১১/০৫/২০২৩ তারিখ স্থানীয় মোঃ রফিকুল ইসলা, হাকিম, সিরাজুল ইসলাম ও মো: লুৎফর মুন্সী স্বাক্ষরিত সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, তালা উপজেলাধীন ৩ নম্বর সরুলিয়া ইউনিয়নের ৪১ নং শাঁকদহা মৌজায় এস এ ১১১২, ১১২০, ২৫৫৭ নং খতিয়ানে ৬৯৯, ৬৮৯, ৬৮৭, ৬৮৮ দাগের মালিকানা জমি সড়ক ও জনপদ বিভাগ অধিগ্রহণ করে। পরবর্তীতে তাদের কাজ শেষে দেওয়ানী আদালতে ১১/১২ নং মামলা বিচারধীন আছে। বিচারধীন থাকাবস্থায় সরুলিয়া ইউপি চেয়ারম্যান ভূমিদস্যু শেখ আব্দুল হাই লোভের বশবর্তী হয়ে তার স্ত্রী, ভাই, তার বডিগার্ড, তার মোটর সাইকেল চালক, তার অনুগত মেম্বার ও তাদের স্ত্রীদের সহ চেয়ারম্যানের আত্নীয় স্বজনদের ভূয়া ভূমিহীন সনদপত্র দিয়ে তাদের কাছ থেকে তিন লক্ষ করে টাকা নিয়ে প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নিয়ে ভূমি অফিসের সার্ভেয়ার ও নায়েবের সহযোগিতায় সাবেক সহকারী কমিশনার (ভূমি) কে ভুল বুঝিয়ে তথ্য গোপন করে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর একটি প্রস্তাব প্রেরণ করে। প্রেরিত প্রস্তাবে যে সকল ভূমিহীনদের নাম আছে এ অঞ্চলের মানুষ জানে তারা সবাই চেয়ারম্যানের পোষ্য বাহিনী। উক্ত দূর্নীতিবাজ, ভূমিদস্যু চেয়ারম্যান ও কথিত ভূয়া ভূমিহীনদের হাত থেকে তাদের ভূমি রক্ষার দাবী জামায় এলাকাবাসী।
১ দিন ৮ ঘন্টা ৫৮ মিনিট আগে
১২ দিন ৮ ঘন্টা ৪ মিনিট আগে
১৮ দিন ৭ ঘন্টা ৩ মিনিট আগে
১৮ দিন ৭ ঘন্টা ১৮ মিনিট আগে
২২ দিন ১০ ঘন্টা ২৩ মিনিট আগে
২৪ দিন ১২ ঘন্টা ৫৩ মিনিট আগে
৪৩ দিন ৭ ঘন্টা ১৪ মিনিট আগে
৬৬ দিন ১৩ ঘন্টা ৪৫ মিনিট আগে