তালায় জমিজমা বিরোধে প্রতিপক্ষদের বিরুদ্ধে জমিদখলের চেষ্টায় পানের বরজ ভাঙচুরের অভিযোগ উঠেছে। এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উপজেলার কুমিরা গ্রামে।
কৃমিরা গ্রামের মৃত হোসেন আলী খাঁর ছেলে কামরুল ইসলাম জানান। একই গ্রামের ইসমাইল মোড়লের দুই ভাইয়ের কাছ থেকে ১৯ শতক জমি ক্রয় করে উক্ত জমিতে পানের বরজ করে আসছি দীর্ঘদিন যাবত৷ জমির ও নামপত্তন করেছি ধারায় রেকর্ড রয়েছে।
ইসমাইল ও এলাহী মোড়লের আর এক ভাই আব্দুল রাজ্জাক সম্পত্তি ১৯ শতক জমি দখল নেওয়ার চেষ্টা করে। জমি দখল নিতে না পেরে সোমবার রাতে আব্দুল গং রা জমিতে থাকা পানের বরজ কেটে নষ্ট করে দিয়েছে। এতে তার প্রায় ৫ লক্ষ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান কামরুল ইসলাম। সুষ্ঠু বিচারের জন্য আদালতে মামলা করবো।
এ বিষয়ে আব্দুর রাজ্জাকের সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জানান, কামরুল জমি ক্রয় করে পানের বরজ করে হঠাৎ রাতে পানের বরজ কেটে নষ্ট করে দিয়েছে। জমি নিয়ে সমস্যা থাকলে বজাবসি করে সমাধান করা যেত ফসল নষ্ট করা ঠিক হয়নি।
১ দিন ৮ ঘন্টা ৫৮ মিনিট আগে
১২ দিন ৮ ঘন্টা ৫ মিনিট আগে
১৮ দিন ৭ ঘন্টা ৩ মিনিট আগে
১৮ দিন ৭ ঘন্টা ১৮ মিনিট আগে
২২ দিন ১০ ঘন্টা ২৩ মিনিট আগে
২৪ দিন ১২ ঘন্টা ৫৩ মিনিট আগে
৪৩ দিন ৭ ঘন্টা ১৪ মিনিট আগে
৬৬ দিন ১৩ ঘন্টা ৪৫ মিনিট আগে