আমি মল্লিক শফিকুল ইসলাম, পিতা-মোঃআব্দুস সবুর মল্লিক, গ্রাম-উত্তর শলুয়া, পাইকগাছা, খুলনা। ও আমার শ্বশুর বীর মুক্তিযোদ্ধা তবিবুর রহমানের নাম জডিয়ে গত ২৪-০৬-২২ তারিখের 'দৈনিক বাংলা৭১', ১৮-০৭-২২ তারিখের 'দৈনিক পত্রদূত', দৈনিক কালের চিত্র', ১৯-০৭-২২ তারিখের 'দৈনিক বাংলা৭১', ১১-০৮-২২ তারিখের দৈনিক পত্রদূত', ২৬-০৮-২২ তারিখের 'দৈনিক কালের চিত্র', 'দৈনিক সাতঘরিয়া', 'দৈনিক বাংলা৭১', সহ আরও কিছু সাতক্ষীরার স্থানীয়, জাতীয় ও অনলাইন নিউজ পোর্টালে 'দুই লাখ টাকা মুক্তিযোদ্ধা জাফরের ভাতা থেকে ফেরত দেওয়ার নির্দেশ', 'আন্তঃজেলা প্রতারক চক্রের তিন সহোদরের হাতে জিম্মি', 'আন্তঃজেলা প্রতারক চক্রের তিন সহোদরের হাতে জিম্মি', 'হুমকি দাতার প্রভাবে সমন ছাড়াই(পর্ব-২ সহ পূর্বাপর অন্যান্য পর্ব)', আন্তঃজেলা প্রতারক চক্রের সদস্য ', 'মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই চলাকালে', মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই চলাকালে ষড়যন্ত্রের প্রতিবাদে', ' মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই চলাকালে ষড়যন্ত্র, প্রতিবাদে মানব বন্ধন'-সহ প্রায় একই রকমের শিরোনামের ও খবরের ভিতরে একটি বিশেষ মহলের প্ররোচনায় যে সকল তথ্য ও খবর পরিবেশন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তি ছড়িয়ে আসল সত্য-সঠিক তথ্য গোপন করে আমাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা সহ নানাবিধ ষড়যন্ত্র মূলক উদ্দেশ্যে প্রচারিত হয়েছে। আমি উক্ত প্রকাশিত সংবাদেরর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদ কারী ঃ
মল্লিক শফিকুল ইসলাম,
বীর মুক্তিযোদ্ধা তবিবুর
মোবাইল নং ০১৭১৯-৪৬৬৩৯৩
২ দিন ২ ঘন্টা ৪১ মিনিট আগে
১৩ দিন ১ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৯ দিন ১ ঘন্টা ০ মিনিট আগে
২৩ দিন ৪ ঘন্টা ৬ মিনিট আগে
২৫ দিন ৬ ঘন্টা ৩৫ মিনিট আগে
৬৭ দিন ৭ ঘন্টা ২৮ মিনিট আগে