অবশেষ ভিড়েছি তোমাদের সন্ধ্যা
অগ্নিউৎপাতে ;ভেবেছি নগর,
তা হলে কি এই তাপে নগর পুড়ছে?
গড়িয়ে যাওয়া উৎতপ্ত লাভা মাড়িয়ে
যাচ্ছে সৃজনশীল জীবনের পদ্য,
তবে লেলিহান শিখা জানান দিচ্ছে
নগ্নতার জন্ম থেকে উগরে দেওয়া
সাংস্কৃতিকর দগদগে উদগীরণ,
সবুজ পোড়া অক্সিজেনহীন পশ্চিম লোকালয়;দিকভ্রান্ত অগ্নিগিরি।
চকচকে তোমাদের সহরে আমি
মনে হয় বে মানান এক নাগরিক,
তোমাদের উত্তাপে পোড়া ছাই খার হারিয়ে গড়বে সবুজ সংস্কৃতির
আমার সহর, হয়তো থামাতে পারবোনা এর উৎক্ষেপণ- তবু একদিন অগ্নীগিরি মরে যায়।
৪ দিন ৫ ঘন্টা ১৮ মিনিট আগে
৯ দিন ৬ ঘন্টা ৪ মিনিট আগে
২০ দিন ৫ ঘন্টা ১১ মিনিট আগে
২৬ দিন ৪ ঘন্টা ৯ মিনিট আগে
২৬ দিন ৪ ঘন্টা ২৪ মিনিট আগে
৩০ দিন ৭ ঘন্টা ৩০ মিনিট আগে
৩২ দিন ৯ ঘন্টা ৫৯ মিনিট আগে
৫১ দিন ৪ ঘন্টা ২০ মিনিট আগে