তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শিক্ষক শেখ নজরুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় তালা সরকারি কলেজ মাঠে ও আটারই গ্রামে তার নিজ বাড়িতে যোহরের নামাযের পর জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
বুধবার রাত ১০টা ১০ মিনিটে খুলনার একটি হাসপাতালে ব্রেন স্ট্রোক জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি সফলতার সাথে দুই দফায় তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান এবং ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতার দায়িত্ব পালন করেছেন তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ নজরুল ইসলাম আটারই গ্রামের ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তয়েজউদ্দীন শেখের ছেলে ও তালা মহিলা কলেজের উপাধ্যক্ষ শফিকুল ইসলামের ভাই।
মরহুমের জানাযায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ তালা কলারোয়ার গনমানুষের প্রিয় নেতা আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী শহীদ পরিবারের সন্তান তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জননেতা শেখ নুরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক সহ সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন ।
১ দিন ৮ ঘন্টা ৫৮ মিনিট আগে
১২ দিন ৮ ঘন্টা ৫ মিনিট আগে
১৮ দিন ৭ ঘন্টা ৩ মিনিট আগে
১৮ দিন ৭ ঘন্টা ১৮ মিনিট আগে
২২ দিন ১০ ঘন্টা ২৪ মিনিট আগে
২৪ দিন ১২ ঘন্টা ৫৩ মিনিট আগে
৪৩ দিন ৭ ঘন্টা ১৪ মিনিট আগে
৬৬ দিন ১৩ ঘন্টা ৪৫ মিনিট আগে