বরগুনার তালতলীতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আজ সোমবার সকালে উপজেলা ভূমি অফিস চত্তর থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা ভূমি অফিসে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা ভূমি অফিসের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা এর সভাপতিত্বে ভূমি সেবা সপ্তাহের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেজবী উল কবির জমাদ্দার।
আলোচনা সভার উপস্থিত ছিলেন, করইবাড়িয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রুহুল আমিন, পচাকোড়ালিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা উজ্জ্বল কুমার, ছোটবগি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গোলাম কবির, ইউপি সদস্য নজরুল ইসলাম লিটু, সাংবাদিক গোলাম কিবরিয়া, ইউনিয়ন ভূমি অফিসে কর্মকর্তাবৃন্দ, উপজেলা ভূমি অফিসের নাজির ইসমাইল হোসেন প্রমুখ।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা বলেন, সারা দেশের ন্যায় তালতলীতেও ভূমি সেবা সপ্তাহ পালন করা হয়ে হয়েছে। এই সেবা সপ্তাহে সাধারন লোকজনের জন্য সকল ধরনের কাজ সহজ করে দেওয়া হবে। তিনি আরো বলেন, ভূমি অফিসের সকল সেবা এখন থেকে অনলাইনে ঘরে বসে মানুষ সেবা নিতে পারবেন। সকলের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা জমি ক্রয়ের সময় তিনটি বিষয় লক্ষ্য করবেন দলিল, দাখিলা ও দখল। তাহলে আপনারা প্রতারণার শিকার হবেন না।
উপজেলা চেয়ারম্যান রেজবী উল কবির জমাদ্দার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে সাধারণ মানুষের ভূমি সেবা নিতে হয়রানি কমেছে। তিনি অনলাইনের মাধ্যমে ভূমি সেবা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছেন।
৬০ দিন ২০ ঘন্টা ১৯ মিনিট আগে
১০২ দিন ১৭ ঘন্টা ৫৭ মিনিট আগে
১১০ দিন ১৯ ঘন্টা ৫৭ মিনিট আগে
১১৭ দিন ১৩ ঘন্টা ১৪ মিনিট আগে
১৩৩ দিন ১১ ঘন্টা ২০ মিনিট আগে
১৩৫ দিন ১৬ ঘন্টা ৩ মিনিট আগে
১৩৯ দিন ২০ ঘন্টা ২৮ মিনিট আগে
১৪৭ দিন ২০ ঘন্টা ১৪ মিনিট আগে