যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে বরগুনার তালতলীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
শনিবার(১৪ ডিসেম্বর) বেলা১১টায় উপজেলা পরিষদের 'পায়রা' হল রুমে শহীদ বুদ্ধি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউএনও উম্মে সালমা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক,কৃষি অফিসার আবু জাফর মো. ইলিয়াস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল, প্রেসক্লাবের সভাপতি মো.খাইরুল ইসলাম আকাশ,সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হাইরাজ মাঝিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তরা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী আজকের এই দিনে বাঙালি জাতিকে নেতৃত্ব শূন্য করতে নৃশংস হত্যাকাণ্ডে মেতে উঠেছিল। সেই দিন হানাদান বাহিনীর হাতে মুক্তিযোদ্ধা,শিক্ষক, বিজ্ঞানী, সাহিত্যিক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ, চিত্রশিল্পীসহ সরকারি কর্মকর্তাদেরকে হত্যা করে।
৫৮ দিন ২২ ঘন্টা ৪ মিনিট আগে
১০০ দিন ১৯ ঘন্টা ৪২ মিনিট আগে
১০৮ দিন ২১ ঘন্টা ৪২ মিনিট আগে
১১৫ দিন ১৪ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৩১ দিন ১৩ ঘন্টা ৫ মিনিট আগে
১৩৩ দিন ১৭ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৩৭ দিন ২২ ঘন্টা ১৩ মিনিট আগে
১৪৫ দিন ২১ ঘন্টা ৫৯ মিনিট আগে