বরগুনার তালতলীতে নিউপাড়া স্লূলিজ গেটে অভিযান চালিয়ে অবৈধ ২১টি চায়না দুয়ারী ও ৬টি চিংড়ি জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। পরে এগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
শনিবার(২৯ জুলাই) দুপুরে উপজেলা নিউপাড়া এলাকায় একটি স্লুইজে এ অভিযান চালিয়ে অবৈধ জাল জব্দ করা হয়।
জানা যায়, উপজেলার আন্দার মানিক নদীর পাশেই নিউপাড়া স্লুইজে অবৈধ চায়না দুয়ারী ও চিংড়ি জাল দিয়ে দেশিও মাছ শিকার করা হচ্ছে। এসময় সংবাদ পেয়ে মৎস্য বিভাগ অভিযান চালিয়ে ২১টি চায়না দুয়ারী(দুই হাজার মিটার) ও ৬টি চিংড়ি জাল(চার হাজার মিটার) জব্দ করেছে। অভিযানের টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। পরে উপজেলা পরিষদ চত্তরে জব্দকৃত নিষিদ্ধ এ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান শেষে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, চায়না দুয়ারী জালে ছোট-বড় থেকে শুরু করে যেকোনো জলজ প্রাণী একবার প্রবেশ করলে আর বের হতে পারে না। ফলে নদ-নদী, খাল-বিল ও জলাশয়ের দেশীয় প্রজাতির বিভিন্ন মাছসহ সব ধরনের জলজ প্রাণী বিলুপ্ত হতে বসেছে। বাজারে নতুন আসা এ চায়না দুয়ারী জাল কারেন্ট জালের চেয়েও ভয়ঙ্কর। তাই পরিবেশ ও মাছের জীববৈচিত্র্য ধ্বংসের হাত থেকে রক্ষায় চায়না দুয়ারী জাল নিষিদ্ধ করেছে সরকার। ছোট মাছ রক্ষাতে ও উৎপাদন বৃদ্ধির স্বার্থে এবং মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে নিয়মিতভাবে অভিযান অব্যহত থাকবে।
৬০ দিন ২০ ঘন্টা ১৭ মিনিট আগে
১০২ দিন ১৭ ঘন্টা ৫৫ মিনিট আগে
১১০ দিন ১৯ ঘন্টা ৫৫ মিনিট আগে
১১৭ দিন ১৩ ঘন্টা ১২ মিনিট আগে
১৩৩ দিন ১১ ঘন্টা ১৭ মিনিট আগে
১৩৫ দিন ১৬ ঘন্টা ০ মিনিট আগে
১৩৯ দিন ২০ ঘন্টা ২৬ মিনিট আগে
১৪৭ দিন ২০ ঘন্টা ১২ মিনিট আগে