বরগুনার তালতলীতে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মাস্টারের দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার(০৪ নভেম্বর) বেলা ১১টার দিকে ছোটবগী ইউনিয়নের নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে তার নিজের প্রতিষ্ঠা করা বগীরহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার নামাযের জানাজা অনুষ্ঠিত হয়। তিনি উপজেলার স্বনামধন্য বগীরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান শিক্ষক এবং সাবেক সেনা কর্মকর্তা ছিলেন।
নিহতের কফিনে উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা’র নেতৃত্বে পুলিশের একটি টিম গার্ড অব অনার প্রদান করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার(০৩ নভেম্বর) রাত ৭ টার দিকে রাহাত আনোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। তার ৩ ছেলে ও ৩ মেয়ে এবং দুই জন স্ত্রী রেখে যান।
৬০ দিন ২০ ঘন্টা ২১ মিনিট আগে
১০২ দিন ১৭ ঘন্টা ৫৯ মিনিট আগে
১১০ দিন ১৯ ঘন্টা ৫৯ মিনিট আগে
১১৭ দিন ১৩ ঘন্টা ১৬ মিনিট আগে
১৩৩ দিন ১১ ঘন্টা ২২ মিনিট আগে
১৩৫ দিন ১৬ ঘন্টা ৫ মিনিট আগে
১৩৯ দিন ২০ ঘন্টা ৩০ মিনিট আগে
১৪৭ দিন ২০ ঘন্টা ১৬ মিনিট আগে