বরগুনার তালতলীর বড়ভাইজোড়া এলাকা থেকে মেছো বাঘের একটি বাচ্চা উদ্ধারের পর টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে।
সোমবার(২২ জানুয়ারী) বেলা ১২ টার দিকে উপজেলার সোনাকাটা-টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য এটি অবমুক্ত করে উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা। এর আগে উপজেলার বড়বগী ইউনিয়নের বড়ভাইজোড়া এলাকা থেকে মেছো বাঘের একটি বাচ্চা উদ্ধার করেন স্থানীয় ব্যক্তিরা। পরে বন বিভাগকে খবর দেয় স্থানীয়রা। এটির উচ্চতা প্রায় দেড় ফুট ও দৈর্ঘ্যে দুই ফুট। গায়ে ডোরাকাটা দাগ রয়েছে। মুখম-ল বিড়ালের মতো। গায়ের রং ধূসর।
উপজেলা রেঞ্জ অফিসার মো.মনিরুল ইসলাম জানান, মেছো বাঘের বাচ্চাটি উপজেলার বড়ভাইজোড়া এলাকার কাছেম হাওলাদারের বাড়ির পেছনে একটি জালে আটকে যায়। পরে স্থানীয়রা এটিকে বন্দি করে বন বিভাগকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মেছো বাঘের বাচ্চাটি উদ্ধার করা হয়। প্রথমে আমরা মেছো বাঘের বাচ্চাটি উদ্ধার করে এনে পর্যবেক্ষণ করেছি। সুস্থ থাকায় দুপুরেই এটাকে উপজেলা নির্বাহী অফিসারসহ আমরা টেংরাগীরি বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করেছি। তিনি আরও জানান আশেপাশের বাড়ির হাঁস-মুরগী খাওয়ার জন্য মেছো বাঘের বাচ্চাটি লোকালয়ে ঢুকে পড়ে বলে ধারণা করা হচ্ছে।
৬০ দিন ২০ ঘন্টা ২১ মিনিট আগে
১০২ দিন ১৭ ঘন্টা ৫৯ মিনিট আগে
১১০ দিন ১৯ ঘন্টা ৫৯ মিনিট আগে
১১৭ দিন ১৩ ঘন্টা ১৬ মিনিট আগে
১৩৩ দিন ১১ ঘন্টা ২২ মিনিট আগে
১৩৫ দিন ১৬ ঘন্টা ৫ মিনিট আগে
১৩৯ দিন ২০ ঘন্টা ৩০ মিনিট আগে
১৪৭ দিন ২০ ঘন্টা ১৬ মিনিট আগে