ভোলার তজুমদ্দিনে নানা আয়োজনের মধ্য দিয়ে ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মঅষ্টমি পালিত হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ তজুমদ্দিন উপজেলা শাখার সহযোগিতায় এক মঙ্গল শোভা যাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উপজেলার সকল মন্দিরের সদস্য ও সনাতনী ভক্তরা প্রথমে উপজেলার পশ্চিম পাড়া হরি মন্দির এসে মিলিত হয়।পরে সেখান থেকে এক বর্ণাঢ্য রেলি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে তা পশ্চিম পাড়া হরি মন্দিরের শেষ হয়। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা পূজা পরিষদের সভাপতি বাবু রুমপ চন্দ্র দের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য প্রদান করেন ভোলা ৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক দেওয়ান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৩ নং চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম শহিদুল্লাহ কিরণ,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি বাবু বিধু ভূষণ রায়, সাধারণ সম্পাদক বীরেন চন্দ্র নন্দী, উপজেলার প্রিয়নাথ গোস্বামী জিউর মন্দিরের সভাপতি বাবু মন্টুলাল বিশ্বাস,উপজেলা পূজা পরিষদের সাবেক সভাপতি বিমল বিশ্বাস, সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস।
আলোচনা শেষে উপস্থিত সকল ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয় এবং দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিঠুল চন্দ্র সিং।
২৪ দিন ২ ঘন্টা ৭ মিনিট আগে
৬৬ দিন ৬ ঘন্টা ৪০ মিনিট আগে
৬৮ দিন ৫ ঘন্টা ৫৪ মিনিট আগে
৭১ দিন ১২ ঘন্টা ৪৭ মিনিট আগে
৭২ দিন ৯ ঘন্টা ১৮ মিনিট আগে
৭৩ দিন ৭ ঘন্টা ৮ মিনিট আগে
৯৩ দিন ৫ ঘন্টা ৫১ মিনিট আগে
১১৬ দিন ৩ ঘন্টা ৩৯ মিনিট আগে