মাদ্রাসা থেকে বাড়ির ফেরার পথে কক্সবাজারের টেকনাফ থানাধীন নয়াপাড়া শাল খাশাল এলাকা হতে অপহরণের শিকার মাদ্রাসা পড়ুয়া তৃতীয় শ্রেণীর ছাত্র মোঃ সাইফকে উদ্ধার করেছে র্যাব-১৫। এসময় অপহরণ চক্রের ৫সদস্যকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (১ মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ সাব্বির (১৭), রোহিঙ্গা হাসান বশর(১৯), মো. আব্দুল্লাহ(১৬), সেলিম(৪৭) ও আকতার কামাল(১৬)।
র্যাব জানান , গত ৩০ এপ্রিল সাড়ে ৪ টার সময় টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ নাজিরপাড়া এলাকায় র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এতে অপহৃত মোঃ সাইফ (৯) কে উদ্ধার করা হয় এবং অপহরণ চক্রের মূলহোতাসহ ৫ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, সাইফকে ঘটনার দিন টাকার প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে যায় মর্মে স্বীকার করে। তারা অপহরণ ও কিশোর গ্যাং এর সদস্য। তারা স্থানীয় ও রোহিঙ্গা কম বয়সী যুবকদের ১২-১৫ জনের সমন্বয়ে একটি কিশোর তৈরী করে এবং অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে থাকে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।
উল্লেখ্য যে, গত গত ২৪ এপ্রিল কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া নয়াপাড়া শাল বাগান রাস্তার মাথা থেকে জাদিমুড়ার রহমানিয়া হোসাইনিয়া মাদ্রাসা নূরানী বিভাগের তৃতীয় শ্রেণীর ছাত্র মোঃ সাইফ (৯) নামে এক শিক্ষার্থী অপহরণের শিকার হয়। অপহৃত ভিকটিম প্রতিদিনের মত মাদ্রাসা ছুটি হয়ে রাত হলেও বাড়ি না ফেরায় বাড়ির লোকজন তাকে খুঁজতে থাকে। পরবর্তীতে পরদিন সকালে একটি মোবাইল ফোন থেকে কল করে সাইফ’কে পেতে বিপুল পরিমাণ অর্থ মুক্তিপণ দাবী এবং মুক্তিপণ আদায়ের লক্ষ্যে ভিকটিমের পরিবারকে বিভিন্নভাবে হুমকি প্রদর্শন করে। এ ঘটনায় ভিকটিমের মামা বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
৩ দিন ২৩ ঘন্টা ১ মিনিট আগে
১৩ দিন ২৪ মিনিট আগে
১৬ দিন ২ ঘন্টা ২৩ মিনিট আগে
২৭ দিন ৪ ঘন্টা ১২ মিনিট আগে
৪৬ দিন ২১ ঘন্টা ২০ মিনিট আগে
৬০ দিন ১ ঘন্টা ৪৯ মিনিট আগে
৮৬ দিন ৭ ঘন্টা ৯ মিনিট আগে
১০৪ দিন ৭ ঘন্টা ৩৬ মিনিট আগে