কক্সবাজারের টেকনাফে ‘পারিবারিক কলহের জেরে’ স্বামীর ছুরিকাঘাতে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২ এপ্রিল) মধ্যরাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া করাচিপাড়ায় এ ঘটনা ঘটে।
এ দিকে এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে তার স্বামীকে প্রধান আসামি করে ৫ জনের বিরুদ্ধে মামলা করেন।
নিহত নুর বেগম (৪০) একই এলাকার আব্দুর রহিমের স্ত্রী।
এ বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শুভরঞ্জন সাহা।
নিহতের স্বজনদের বরাত দিয়ে শুভরঞ্জন সাহা বলেন, নুর বেগম ও তার স্বামী আব্দুর রহিমের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। এর জেরে বুধবার মধ্যরাতে বাড়িতে স্বামী ও স্ত্রীর মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এক পর্যায়ে আব্দুর রহিম তার স্ত্রীকে উপর্যুপরি কয়েকটি ছুরিকাঘাত করে পালিয়ে যান।
পরে খবর পেয়ে স্থানীয়রা নুর বেগমকে স্থানীয় একটি ক্লিনিকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠায়।
শুভরঞ্জন সাহা জানান, রাতে ঘটনার পরপরই জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করে। এক পর্যায়ে গভীর রাতে কচ্ছপিয়া এলাকা থেকে ওই গৃহবধূর স্বামীকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার সকালে নিহতের বাবা আব্দুল খালেক বাদী হয়ে আব্দুর রহিমকে প্রধান আসামি করে ৫ জনের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা করেন।
১ দিন ৫ ঘন্টা ৫৩ মিনিট আগে
১২ দিন ৭ ঘন্টা ৪২ মিনিট আগে
৩২ দিন ৪৯ মিনিট আগে
৪৫ দিন ৫ ঘন্টা ১৯ মিনিট আগে
৭১ দিন ১০ ঘন্টা ৩৯ মিনিট আগে
৮৯ দিন ১১ ঘন্টা ৫ মিনিট আগে
৮৯ দিন ১১ ঘন্টা ৭ মিনিট আগে
৯১ দিন ১০ ঘন্টা ১৬ মিনিট আগে