১৫এপ্রিল বিকাল ৫টারদিকে হ্নীলা দরগাহ কবর স্থানে জানাজা শেষে হামজার ছড়ার মৃত ছৈয়দ আহমদ বৈদ্যের পুত্র মাহবুর রহমান (১৯) মাবুকে দাফন করা হয়েছে।
গতকাল ১৪এপ্রিল দুপুর পৌনে ১২টারদিকে টেকনাফের হ্নীলা উলুচামরী মরহুম মৌলভী কেফাযেত উল্লাহ পাহাড়ে গলিত বস্তাবন্দি একটি মৃতদেহের সন্ধান পায় লোকজন। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানসহ লোকজনের মধ্যে জানাজানি হলে এক নজর দেখার জন্য লোকজনের ভিড় জমে।
উল্লেখ্য, স্থানীয়রা জানায়, গত ১০দিন আগে টমটমসহ নিখোঁজ হওয়া হ্নীলা হামজার ছড়ার মৃত ছৈয়দ হোছন বৈদ্যের পুত্র মাহবুর রহমান (১৯) বলে নিশ্চিত করেন। এরপর পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। পোস্টমর্টেম শেষে এলাকায় এনে দাফন করা হয়।
স্বজনদের মতে, স্থানীয় কিছু দূর্বৃত্ত এই যুবককে ভাড়া নিয়ে হত্যার পর বস্তাবন্দি করে ফেলে দেওয়ার পর টমটমটি অন্য কোথাও বিক্রি করে দিয়েছে।
নিহতের বোন নুর কলিমার স্বামী জানান, আমরা এই নৃশংস হত্যাকান্ডের প্রকৃত খুনীদের সনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবী জানানোর পাশাপাশি উদ্দেশ্য প্রণোদিতভাবে নিরীহ কেউ যাতে হয়রানির শিকার না হয় সেদিকে সর্তক থাকার আহবান জানাচ্ছি।
৩ দিন ১৯ ঘন্টা ২০ মিনিট আগে
১২ দিন ২০ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৫ দিন ২২ ঘন্টা ৪২ মিনিট আগে
২৭ দিন ৩১ মিনিট আগে
৪৬ দিন ১৭ ঘন্টা ৩৮ মিনিট আগে
৫৯ দিন ২২ ঘন্টা ৮ মিনিট আগে
৮৬ দিন ৩ ঘন্টা ২৮ মিনিট আগে
১০৪ দিন ৩ ঘন্টা ৫৫ মিনিট আগে