কক্সবাজারের সীমান্ত শহর টেকনাফের পৌর শাখার তৃণমূল পর্যায়ে জাতীয়তবাদী যুবদলকে সুসংগঠিত করার লক্ষ্যে বিএনপি ঘোষিত ৩১ দফার পক্ষে জনমত গঠনের আলোকে ২নং ওয়ার্ডের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় টেকনাফ উপজেলা পরিষদের হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ফরিদ আলম।
পৌর যুবদল নেতা হেলাল উদ্দিন এর নেতৃত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে রাখেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন ভুলুসহ যুবদল নেতা মোহাম্মদ আমিন, মোহাম্মদ বাচা মিয়া, মোঃ রফিক এবং মেহেদী।
যুবদল নেতা হেলাল উদ্দিন বলেন, ‘বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের কাউকে তিনজন এক সঙ্গে বসতে দেওয়া হয়নি। বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে, আমাদের নামে গায়েবি ও নাশকতা মামলা দেওয়া হয়েছে। আমরা সবাই অনেক কষ্ট করেছি। তাই আপনাদের অনুরোধ করে বলব, আপনারা দলের ভেতর কোনো গ্রুপিং করবেন না। কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করবেন।’
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর যুবদল নেতা মণি আলম বাদশাহ, মোঃ রেদোয়ান, ছৈয়দ আহমেদ নাগু, মোঃ জুবায়ের, পৌর যুবদল নেতা রিয়াজ উদ্দিন, মোঃ তৌহিদ, যুবদল নেতা মোঃ আবুল কাশেম, আব্দুর রহিম, সদর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ করিম।
১২ ঘন্টা ১২ মিনিট আগে
১১ দিন ১৪ ঘন্টা ১ মিনিট আগে
৩১ দিন ৭ ঘন্টা ৯ মিনিট আগে
৪৪ দিন ১১ ঘন্টা ৩৯ মিনিট আগে
৭০ দিন ১৬ ঘন্টা ৫৯ মিনিট আগে
৮৮ দিন ১৭ ঘন্টা ২৫ মিনিট আগে
৮৮ দিন ১৭ ঘন্টা ২৭ মিনিট আগে
৯০ দিন ১৬ ঘন্টা ৩৬ মিনিট আগে