কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে নাশকতা মামলায় অভিযুক্ত জালাল আহমেদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাবের দাবি, জালাল আহমেদ উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি ওরফে ‘ইয়াবা বদি’র মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে টেকনাফের লেঙ্গুরবিল এলাকা থেকে জালালকে গ্রেপ্তার করা হয়। তিনি টেকনাফ সদর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের লেঙ্গুরবিল এলাকার মৃত সুলতান আহমদের ছেলে।
কক্সবাজারে দায়িত্বরত র্যাব-১৫ অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারের পর জালাল আহমদকে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাবের তথ্য মতে, জালাল আহমদের নামে হত্যাচেষ্টা, মানবপাচার, সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভূমিদখল, অর্থ আত্মসাৎসহ বেশ কয়েকটি সুনির্দিষ্ট মামলা ও শতাধিক অভিযোগ রয়েছে।
১২ ঘন্টা ১২ মিনিট আগে
১১ দিন ১৪ ঘন্টা ১ মিনিট আগে
৩১ দিন ৭ ঘন্টা ৯ মিনিট আগে
৪৪ দিন ১১ ঘন্টা ৩৯ মিনিট আগে
৭০ দিন ১৬ ঘন্টা ৫৯ মিনিট আগে
৮৮ দিন ১৭ ঘন্টা ২৫ মিনিট আগে
৮৮ দিন ১৭ ঘন্টা ২৭ মিনিট আগে
৯০ দিন ১৬ ঘন্টা ৩৬ মিনিট আগে