কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ডের হাতে আটক মো. শহীদ উল্লাহকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। রবিবার দুপুর ১২টার দিকে টেকনাফের সি কোরাল রিসোর্টের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শহীদ উল্লাহর পরিবারের সদস্যসহ স্থানীয় বাসিন্দা ও কলেজ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শহীদ উল্লাহ একজন নিরীহ তৈল ব্যবসায়ী। তাকে ষড়যন্ত্রমূলকভাবে অস্ত্র মামলায় ফাঁসানো হয়েছে। কলেজ ছাত্র শাহিনুর রহমান বলেন, "শহীদকে ডেকে নিয়ে গিয়ে অস্ত্র দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তল্লাশি চালিয়ে কিছু না পেয়ে বাড়ি থেকে ৮০-১০০ ফুট দূরের সুপারী বাগান থেকে বস্তায় মোড়ানো অস্ত্র উদ্ধার দেখানো হয়। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে শহীদকে অব্যাহতি দেওয়ার দাবি জানাই।"
মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করেন, স্থানীয় চোরাকারবারি মোয়াজ্জেম হোসেন ও আবদুল আমিনের বিরুদ্ধে শহীদ উল্লাহকে মুন্ডারডেইল নৌঘাটের সভাপতি নিয়োগ দেওয়ায় তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং ভুল তথ্য দিয়েছে।
শহীদ উল্লাহর স্ত্রী জেয়াসমিন করিম জোসনা কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমার স্বামী কোনো অবৈধ কার্যক্রমে জড়িত ছিল না। নৌ-ঘাটের সভাপতি হওয়ার পর থেকেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। মাদক কারবারিরা আমার স্বামীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর হুমকি দিয়েছিল, যা এখন বাস্তবায়িত হয়েছে। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবি করছি।"
কোস্টগার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার লুৎফুল লাহিল মাজিদ জানান, শহীদ উল্লাহ দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে অস্ত্র পাচার করে ডাকাত দলের কাছে সরবরাহ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড শহীদ উল্লাহর বাড়িতে অভিযান চালিয়ে ১টি এ-৩ রাইফেল, ৮ রাউন্ড গুলি, এবং ১টি দেশীয় চাপাতি উদ্ধার করে। পরিবারের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, "আমরা পরিবারের সদস্যদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে অস্ত্র উদ্ধার করেছি। তাদের অভিযোগ তাদের ব্যক্তিগত মতামত।"
১২ ঘন্টা ১৪ মিনিট আগে
১১ দিন ১৪ ঘন্টা ৩ মিনিট আগে
৩১ দিন ৭ ঘন্টা ১১ মিনিট আগে
৪৪ দিন ১১ ঘন্টা ৪১ মিনিট আগে
৭০ দিন ১৭ ঘন্টা ১ মিনিট আগে
৮৮ দিন ১৭ ঘন্টা ২৭ মিনিট আগে
৮৮ দিন ১৭ ঘন্টা ২৯ মিনিট আগে
৯০ দিন ১৬ ঘন্টা ৩৮ মিনিট আগে