কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে ভেসে এসেছে একটি মৃ'ত পোর্পোইস। এটি ইন্দোপ্যাসিফিক ফিনলেস পোর্পোইস। এটির শরীরের আঘাতের চিহ্ন আছে।
রোববার (১৩ অক্টোবর) টেকনাফের হলবনিয়া সৈকতে পোর্পোইসটি ভেসে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউট (বরি)'র জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম।
তিনি জানান, মৃত পোর্পোইসটির শরীরে আ'ঘা'তের চিহ্ন রয়েছে। উপকূলীয় প্রাণীর জন্য প্রধান হু'ম'কি মাছ ধরার জালে আটকে পড়া, নৌকার সাথে সং'ঘ'র্ষ হওয়া, শব্দ ও জলদূ'ষণ, বাধ, পোতাশ্রয় এবং অন্যান্য নির্মাণ কাঠামো। হয়তো কোন একটা কারণে এটির মৃ'ত্যু হতে পারে।
এই বিজ্ঞানী জানান, ফিনলেস পোর্পোইস একটি ছোট জলজ স্তন্যপায়ী প্রাণী এবং দেখতে অনেকটা ইরাবতী ডলফিনের মত কিন্তু এদের পৃষ্ঠীয় পাখনা থাকেনা। এরা ৫-৬ ফিট লম্বা হয়। এদের মজবুত শরীর টেপা ফ্লুকের মত এবং মাথা অনেকটা গোলাকার। এই প্রানীটি অগভীর জল, জলাভূমি এবং মোহনা পছন্দ করে। এদেরকে সাধারণত এশিয়ার ইয়াংজি নদীতে, পশ্চিম প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরে পাওয়া যায়। প্রায়শই এদেরকে বাংলাদেশ, ভারত, চায়না, ইন্দোনেশিয়া, জাপান এবং কোরিয়ায় দেখা যায়।
১২ ঘন্টা ১৪ মিনিট আগে
১১ দিন ১৪ ঘন্টা ৩ মিনিট আগে
৩১ দিন ৭ ঘন্টা ১১ মিনিট আগে
৪৪ দিন ১১ ঘন্টা ৪১ মিনিট আগে
৭০ দিন ১৭ ঘন্টা ১ মিনিট আগে
৮৮ দিন ১৭ ঘন্টা ২৭ মিনিট আগে
৮৮ দিন ১৭ ঘন্টা ২৯ মিনিট আগে
৯০ দিন ১৬ ঘন্টা ৩৮ মিনিট আগে