পরিচ্ছন্ন হাত এখনও কেন গুরুত্বপূর্ণ? হে প্রতিফাদ্যকে সামনে রেখে টেকনাফে বিশ্ব হাত ধোয়া দিবস-২৪ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা ২৪ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যৌথ অভিযানে অনুষ্ঠানে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আদনান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ফারুক আহমদ স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে হাত ধোয়ার পরিবেশ সংক্রান্ত বিষয়ে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী টেকনাফ এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তিনজন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী প্রথম দ্বিতীয় ও তৃতীয় তাসফিয়া তামান্না আখিয়া আক্তার মিনি ও শবনম সিদ্দিকাকে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সহ অতিথিবৃন্দ। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,টেকনাফ উপজেলা কৃষি অফিসার মোঃ জাকেরুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন,উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ রবিউল হোসাইন, উপজেলা বিআরডিবি অফিসার চিন্ময় বড়ুয়া,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ খোরশেদ আলম ও উপজেলা ওসি এল এসিড অফিসার। উপজেলা নির্বাহী অফিসার সভাপতির সমাপনী বক্তব্যে বলেন,কর্মজীবনে প্রতিটি কাজে হাত ব্যবহৃত হয়। কর্মশেষে হাত পরিষ্কার এবং ধৌত করা অপরিহার্য। হাত অপরিষ্কার থাকা অবস্থায় খাদ্য দ্রব্য সেবন করলে জীবাণু ডুকে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য এর আগে হাত ধোয়া অব্যাসে পরিণত করতে হবে। ইসলামের দৃষ্টিতে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।পরে উপজেলা পরিষদ চত্বরে হাত ধোয়া বিষয়ে বাস্তবতা প্রশিক্ষণ শেষে একটি র্যালি প্রদক্ষিণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ এর বিভিন্ন দপ্তরের অফিসার,কর্মচারী,সুশীল সমাজ ও শিক্ষার্থী বৃন্দ।
১২ ঘন্টা ১২ মিনিট আগে
১১ দিন ১৪ ঘন্টা ১ মিনিট আগে
৩১ দিন ৭ ঘন্টা ৯ মিনিট আগে
৪৪ দিন ১১ ঘন্টা ৩৯ মিনিট আগে
৭০ দিন ১৬ ঘন্টা ৫৯ মিনিট আগে
৮৮ দিন ১৭ ঘন্টা ২৫ মিনিট আগে
৮৮ দিন ১৭ ঘন্টা ২৭ মিনিট আগে
৯০ দিন ১৬ ঘন্টা ৩৬ মিনিট আগে