ঠাকুরগাঁও জেলা সহ দেশবাসী -কে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জ্ঞাপন করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য (সংরক্ষিত) সদস্য, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও ভাইস চেয়ারম্যান জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির নুরুন নাহার বেগম । শুভেচ্ছা বাণীতে - সকলকেই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন। সব ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে জড়ানোর দিন; সাম্য, সৌহার্দ্য, ভালোবাসা, মিলনের দিন।
“কুরবাণীর মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আয্হা মুসলিম জাতির দ্বারে সমাগত। পবিত্র ঈদুল আযহার মহান আদর্শ, শিক্ষা, চিন্তা ও কর্মে প্রতিফলন করতে হবে।
ত্যাগের মহিমায় মহিমান্বিত প্রতি বছর ঈদুল আযহা ফিরে আসে। স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানির শিক্ষা। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া কর্তব্য। ‘‘প্রতিবছর ঈদ আসে জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম -প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে৷ তাই এ দিন সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হবার দিন ৷ ঈদুল আয্হার শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলিত করা কর্তব্য ।প্রতিবছরের ন্যায় এবারও সমগ্র মুসলিম জাতি ঈদ উদযাপন করবে ।
আত্মিক পরিশুদ্ধির ফলে দূর হয়ে যাবে সব সংকীর্ণতা ভেদাভেদ, অন্যায়, অবিচার, ঘৃণা, বিদ্বেষ, হিংসা। ঈদ যে আনন্দের বার্তাবয়ে এনেছে, তার মর্মমূলে আছে শান্তি ও ভালোবাসা। পরস্পরের বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠার এক মহান উপলক্ষ ঈদ। ঈদুল আযহার আগমনী সুরে বেজে চলেছে মানুষে মানুষে মিলনের এই আকুতি।
পরিশেষে, ঈদ সামষ্টিক জীবনে যে মিলন ও শুভবোধের চর্চার দৃষ্টান্ত স্থাপন করে, তা সঞ্চারিত হোক সবার প্রতিদিনের ঈদ, হোক জীবনকে নবায়ন করার আহ্বান। ঈদের আনন্দ হোক সর্বজনীন ।
১৪ দিন ৭ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৫ দিন ১০ ঘন্টা ৪২ মিনিট আগে
২৬ দিন ৫ ঘন্টা ১ মিনিট আগে
৩৮ দিন ১১ ঘন্টা ০ মিনিট আগে
৪০ দিন ১০ ঘন্টা ২২ মিনিট আগে
৫২ দিন ১০ ঘন্টা ৩৪ মিনিট আগে
৫৮ দিন ১৫ ঘন্টা ৫ মিনিট আগে
৬৮ দিন ১৬ ঘন্টা ৫২ মিনিট আগে