পথশিশু ও দুস্থ অসহায় মানুষদের পাশে পাশে দাঁড়িয়ে এখন অসংখ্য মানুষের অনুপ্রেরণার নাম মাহিন সরকার। খুব ছোট বেলা থেকেই মানুষের জন্য সেবামূলক কাজ করে যাচ্ছেন তিনি। স্কুলে অধ্যায়ন কাল থেকেই টিফিন ও রিকশা ভাড়ার টাকা বাঁচিয়ে সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় মানুষদের জন্য সেই টাকা ব্যয় করতেন।
পরবর্তী সময়ে দূরদর্শী নেতৃত্ব ও বিচক্ষণতার জন্য বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে নেতৃত্ব দেন। ইন্টার মিডিয়েড শেষ না করতেই প্রতিষ্ঠা করেন শিশুর হাসিমুখ ফাউন্ডেশন নামের এক সংগঠন।
ছবি: মাহিন সরকার ও পথশিশুদের ভালোবাসা বিনিময়।
বর্তমানে মাহিন সরকার নিজস্ব অর্থায়নে পথশিশু ও অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছেন। অভাবের তাড়নায় স্কুল থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলে ভর্তি করে বিনা বেতনে পড়ার সুযোগ করে দেওয়া থেকে শুরু করে সম্পূর্ণ নিজ অর্থায়নে ক্ষুধার্তদের খাবার বিতরণ, শিতার্তদের শীতবস্ত্র উপহার, এতিমখানা উন্নয়নে যোগদান, গরীব শিশুদের শিক্ষা সামগ্রী উপহার সহ নানাবিধ সামাজিক কাজ করে যাচ্ছেন। দিন দিন মাহিন সরকার হয়ে উঠছেন মানুষের অনুপ্রেরণার নাম।
২৯ দিন ১৯ ঘন্টা ৩ মিনিট আগে
৩০ দিন ২২ ঘন্টা ১৩ মিনিট আগে
৪১ দিন ১৬ ঘন্টা ৩২ মিনিট আগে
৫৩ দিন ২২ ঘন্টা ৩০ মিনিট আগে
৫৫ দিন ২১ ঘন্টা ৫৩ মিনিট আগে
৬৭ দিন ২২ ঘন্টা ৪ মিনিট আগে
৭৪ দিন ২ ঘন্টা ৩৬ মিনিট আগে
৮৪ দিন ৪ ঘন্টা ২৩ মিনিট আগে