কক্সবাজারের উখিয়ার বানিজ্যিক স্টেশন কোটবাজার এই স্টেশনে প্রায় হাজারো জনগণের সমাগম তবে সব কিছুর উন্নয়নের পরিপূর্ণতা ভূমিকায় সুন্দর পরিবেশের রূপ নিয়েছে কোটবাজার স্টেশন তবে হঠাৎ এক সপ্তাহ ধরে কোটবাজারে পাবলিক টয়লেট বন্ধ, বাজারের ব্যবসায়ী সহ সাধারণ জনগণের দূর্ভোগ চরমে যার ফলে কোটবাজারের একটি দূর্ণাম ঘটতে পারে।
রবিবার ( ১৪ ই এপ্রিল ) বিকেলে এক অনুসন্ধানে জানা যায় বানিজ্যিক স্টেশন কোটবাজারে এক সপ্তাহ ধরে কোটবাজারে কাঁচা বাজারের পাবলিক টয়লেট বন্ধের কারণে বাজারের ব্যবসায়ী সহ
সাধারণ জনগণের দূর্ভোগ চরমে পড়েছে।
স্থানীয় জনগণ ও ব্যাবসায়িকরা জানান আমাদের উখিয়ায় একমাত্র বানিজ্যিক স্টেশন কোটবাজার হাজারো জনগণের আনা গুনা ও বিভিন্ন ব্যাবসায়ীক কার্যক্রমের ভূমিকা বেশি ভাগই তবে কোটবাজারে কাঁচা বাজারে দির্গদিনের পূর্বে প্রথম গলদিতেই একটি জনসেবায় নিউজিত পাবলিক টয়লেট ছিল তবে হঠাৎ এক সপ্তাহ ধরে কোটবাজারে পাবলিক টয়লেট টি কে বা কাহারা তালাবদ্ধ করেছেন। যার কারণে আমাদের কষ্ট হচ্ছে আমরা এই পাবলিক টয়লেট তালাবদ্ধটি খুলা রেখে হাজারো জনগণের সেবার অন্তর্ভুক্ত করা আহ্বান জানিয়ে ভোক্ত ভোগীরা সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি (এমপি) ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উখিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও রন্তাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ উখিয়া উপজেলা প্রশাসনের সূ দৃষ্টি আকর্ষণ করেন।
জনসার্থে কোটবাজার পাবলিক টয়লেট খুলে দিলে উপকৃত হবে হাজারো জনগণ ও ব্যাবসায়িরা।
৫ দিন ৩ ঘন্টা ৩ মিনিট আগে
৯ দিন ৯ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৩ দিন ৬ ঘন্টা ৭ মিনিট আগে
১৫ দিন ৩ ঘন্টা ২৪ মিনিট আগে
১৫ দিন ৯ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৭ দিন ৩ ঘন্টা ০ মিনিট আগে
২১ দিন ১ ঘন্টা ১০ মিনিট আগে
২২ দিন ৯ ঘন্টা ৪৭ মিনিট আগে