প্রধান উপদেষ্টা কাতার থেকেই রোমে যাবেন : প্রেসসচিব বাঁধনের দৃষ্টিতে এক একটি মানুষ এক একটি ব্লাড ব্যাংক : নবীনবরণ অনুষ্ঠানে হল সভাপতি অভিযোগ নিয়ে যাওয়া শিক্ষার্থীকে বের করে দিলেন জবি রেজিস্ট্রার নাটোরের গুরুদাসপুরে ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ৩টি মিনি পেট্রোল পাম্পকে ২৫ হাজার টাকা জরিমানা বগুড়ায় অনুমোদিত আইটি প্রশিক্ষণ কেন্দ্রে লুটপাট, আদালতে মামলা ঝিনাইগাতীতে আত্মনির্ভরশীল দলের সদস্যদের অংশগ্রহণমূলক মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শ্রীমঙ্গলে মৌসুমের শেষ চা নিলামে চায়ের সর্বোচ্চ দাম উঠেছে কেজিপ্রতি ১৮৫০ টাকা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে উপজেলা প্রসাশন সুবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ২৫ এপ্রিল, বাস্তবায়নে মতবিনিময় সভা কমলো সোনার দাম কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, হলও খুলেছে আওয়ামী লীগ বিষয়ে করণীয় ঠিক করবে অন্তর্বর্তী সরকার: রিজভী আলোচিত পারভেজ হত্যার মূল আসামি মেহরাজ গোবিন্দগঞ্জ থেকে আটক। শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার দায়ে দেড় লাখ টাকা জরিমানা উপকূলে নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে কোস্টগার্ড বরিশাল সিটির মেয়র ঘোষণার দাবিতে জাপা প্রার্থী ইকবাল হোসেন তাপসের মামলা স্বৈরাচারের দোসর’ অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যঙ্গচিত্র প্রদর্শন সেনবাগে বসত ঘর নিয়ে পুত্রবধূর গায়ে হাত, থানায় অভিযোগ চাটখিলে কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি হলেন মাসুদ রানা

এহসান বিন মুজাহির

শ্রীমঙ্গল কালিঘাট রোড বায়তুল আমান জামে মসজিদে 'ইমাম নিয়োগ'

Address: কালিঘাট রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার-৩২১০
Posting Time: 10-05-2024 04:32:24 pm


আলোচনা সাপেক্ষ

deshchitro-663e5a286b356-100524113224.jpg deshchitro-663e6ac25f6a1-110524124314.jpg
বর্ণনা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার ২নং ওয়ার্ডের কালিঘাট রোডে অবস্থিত বায়তুল আমান জামে মসজিদে 'পেশ ইমাম-খতিব' পদে একজন ইমাম নিয়োগ দেয়া হবে।

সংশ্লিষ্ট পদে আগ্রহী প্রার্থীগণের নিকট হতে দরখাস্ত আহবান করা হয়েছে। আগামী ৩০ জুন ২০২৪ তারিখের মধ্যে বায়তুল আমান জামে মসজিদ কমিটির সভাপতি বরাবর আবেদনপত্র সরাসরি বা ডাকযোগে প্রেরণের জন্য বলা হয়েছে।   

শুক্রবার (১০ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বায়তুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শাহিন আহমেদ। 

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

ক) দাওরায়ে হাদিস পাশ/কামিল ডিগ্রি। কোনো মসজিদে ইমাম-খতিব হিসেবে ০৫ (পাঁচ) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

খ) হাফেজে কুরআন, ইলমে ক্বিরাত-এর ওপর স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত হতে হবে। মুফতি অথবা মুহাদ্দিস, হাফেজে কুরআন (বাধ্যতামূলক) অগ্রাধিকার পাবেন।

গ) বিষয়ভিত্তিক বয়ান ও আরবিতে উপস্থিত খুতবা পাঠ এবং সুললিত কণ্ঠ অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

শর্তাবলী :

১। (ক) প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।

(খ) শারীরিকভাবে সুস্থ ও সক্ষম হতে হবে। গ) সংশ্লিষ্ট পদে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

২। আবেদনপত্রে প্রার্থীর (ক) নাম (খ) পিতার নাম (গ) স্থায়ী ঠিকানা (ঘ) বর্তমান ঠিকানা (ঙ) জন্ম তারিখ (চ) জাতীয়তা (ছ) শিক্ষাগত যোগ্যতা এবং (জ) অভিজ্ঞতা উল্লেখপূর্বক সহস্তে আবেদন করতে হবে। 

৩। আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র সংযুক্ত করতে হবে:

(ক) পৌরসভা/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র (খ) সদ্যতোলা পাসপোর্ট সাইজের ২ (দুই) কপি সত্যায়িত রঙিন ছবি 

৪। (গ) সকল শিক্ষাগত যোগ্যতা/অভিজ্ঞতার সনদ (ঘ) জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি।

৫। (ঙ) আবেদনপত্র বায়তুল আমান জামে মসজিদ ও বায়তুল আমান দারুল উলুম মাদ্রাসার সভাপতি, কালিঘাট রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার বরাবর আগামি ৩০/০৬/২০২৪ ইংরেজি তারিখের মধ্যে মসজিদ বা মাদ্রাসার অফিসে সরাসরি অথবা ডাকযোগে জমা দিতে হবে। নির্ধারিত তারিখের পর কোন আবেদনপত্র জমা নেয়া হবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না। কোন কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগ বিজ্ঞপ্তি বা যে কোন দরখাস্ত গ্রহণ/বাতিল করার ক্ষমতা 'কর্তৃপক্ষ' রাখেন। কোন তথ্য গোপন করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে এবং ভবিষ্যতে তথ্য গোপনের বিষয়টি প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিল করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।


প্রয়োজনে ০১৮১৪-৩৭৭৩১১ (অফিস) নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।


যোগাযোগ করুন

০১৮১৪-৩৭৭৩১১

01732096412