লোহাগাড়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-১, গুরুতর আহত ২ "রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত" "রাবিপ্রবি স্থাপন প্রকল্প পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব" মোরেলগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে থানার এসআইর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ মিরসরাই উপজেলার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে জাতীয় পুরষ্কার পেলেন জসিম উদ্দিন ভর্তি পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে অনুপস্থিত ড. শুচিতা শরমিন বঙ্গোপসাগরে চলতি মাসেই ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা আ. লীগ নিষিদ্ধের দাবি, যা বলছে সরকার আক্কেলপুর আওয়ামী লীগের চার নেতা কর্মী আটক. পীরগাছায় স্পীডফাস্ট কুরিয়ার সার্ভিসের হাব উদ্বোধন সুন্দরবনের বাঘের তাড়ায় লোকালয়ে হরিণ,বনে অবমুক্ত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পবিপ্রবিতে বিক্ষোভ মিছিল বালিয়াডাঙ্গীতে "স্পীড ফাস্ট কুরিয়ার লিঃ "এর শুভ উদ্বোধন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ নওগাঁয় ককটেল বিস্ফোরণে উড়ে গেল ঘরের টি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় যুবলীগ নেতা বিটু গ্রেপ্তার রাজবাড়ীতে অগ্নিকাণ্ডে খানগঞ্জ ইউনিয়নের ডিজিটাল সেন্টার পুড়ে ছাই হামিদের বিদেশ গমন ও আ.লীগ নিষিদ্ধ নিয়ে মুখ খুললেন আইন উপদেষ্টা পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন টেকসই বেড়িবাঁধ নির্মাণে সি,সি, ব্লকের ৬০ ভাগ কাজ সম্পন্ন

এহসান বিন মুজাহির

শ্রীমঙ্গল কালিঘাট রোড বায়তুল আমান জামে মসজিদে 'ইমাম নিয়োগ'

Address: কালিঘাট রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার-৩২১০
Posting Time: 10-05-2024 04:32:24 pm


আলোচনা সাপেক্ষ

deshchitro-663e5a286b356-100524113224.jpg deshchitro-663e6ac25f6a1-110524124314.jpg
বর্ণনা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার ২নং ওয়ার্ডের কালিঘাট রোডে অবস্থিত বায়তুল আমান জামে মসজিদে 'পেশ ইমাম-খতিব' পদে একজন ইমাম নিয়োগ দেয়া হবে।

সংশ্লিষ্ট পদে আগ্রহী প্রার্থীগণের নিকট হতে দরখাস্ত আহবান করা হয়েছে। আগামী ৩০ জুন ২০২৪ তারিখের মধ্যে বায়তুল আমান জামে মসজিদ কমিটির সভাপতি বরাবর আবেদনপত্র সরাসরি বা ডাকযোগে প্রেরণের জন্য বলা হয়েছে।   

শুক্রবার (১০ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বায়তুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শাহিন আহমেদ। 

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

ক) দাওরায়ে হাদিস পাশ/কামিল ডিগ্রি। কোনো মসজিদে ইমাম-খতিব হিসেবে ০৫ (পাঁচ) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

খ) হাফেজে কুরআন, ইলমে ক্বিরাত-এর ওপর স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত হতে হবে। মুফতি অথবা মুহাদ্দিস, হাফেজে কুরআন (বাধ্যতামূলক) অগ্রাধিকার পাবেন।

গ) বিষয়ভিত্তিক বয়ান ও আরবিতে উপস্থিত খুতবা পাঠ এবং সুললিত কণ্ঠ অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

শর্তাবলী :

১। (ক) প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।

(খ) শারীরিকভাবে সুস্থ ও সক্ষম হতে হবে। গ) সংশ্লিষ্ট পদে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

২। আবেদনপত্রে প্রার্থীর (ক) নাম (খ) পিতার নাম (গ) স্থায়ী ঠিকানা (ঘ) বর্তমান ঠিকানা (ঙ) জন্ম তারিখ (চ) জাতীয়তা (ছ) শিক্ষাগত যোগ্যতা এবং (জ) অভিজ্ঞতা উল্লেখপূর্বক সহস্তে আবেদন করতে হবে। 

৩। আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র সংযুক্ত করতে হবে:

(ক) পৌরসভা/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র (খ) সদ্যতোলা পাসপোর্ট সাইজের ২ (দুই) কপি সত্যায়িত রঙিন ছবি 

৪। (গ) সকল শিক্ষাগত যোগ্যতা/অভিজ্ঞতার সনদ (ঘ) জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি।

৫। (ঙ) আবেদনপত্র বায়তুল আমান জামে মসজিদ ও বায়তুল আমান দারুল উলুম মাদ্রাসার সভাপতি, কালিঘাট রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার বরাবর আগামি ৩০/০৬/২০২৪ ইংরেজি তারিখের মধ্যে মসজিদ বা মাদ্রাসার অফিসে সরাসরি অথবা ডাকযোগে জমা দিতে হবে। নির্ধারিত তারিখের পর কোন আবেদনপত্র জমা নেয়া হবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না। কোন কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগ বিজ্ঞপ্তি বা যে কোন দরখাস্ত গ্রহণ/বাতিল করার ক্ষমতা 'কর্তৃপক্ষ' রাখেন। কোন তথ্য গোপন করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে এবং ভবিষ্যতে তথ্য গোপনের বিষয়টি প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিল করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।


প্রয়োজনে ০১৮১৪-৩৭৭৩১১ (অফিস) নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।


যোগাযোগ করুন

০১৮১৪-৩৭৭৩১১

01732096412