পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে আন্দোলনরত ছাত্রসমাজের সঙ্গে একাত্মতা ঘোষণা করে রাজ্যজুড়ে বুধবার ১২ ঘণ্টার ‘বাংলা বন্ধ’ কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি।
মঙ্গলবার এ কর্মসূচি ঘোষণা করেন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার।
কর্মসূচি অনুযায়ী, বুধবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এই ‘সাধারণ ধর্মঘট’ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বিরোধী দলের ডাকা এ কর্মসূচি রুখে দেওয়ার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে তৃণমূল কংগ্রেস। দলটির নেতা কুণাল ঘোষ বলেন, এটা বাংলার বিরুদ্ধে চক্রান্ত। কোনো ফাঁদে পা দেবেন না। পশ্চিমবঙ্গের বুকে কোনো বাংলা বন্ধ হবে না। জনজীবন স্বাভাবিক থাকবে। বিজেপির ডাকা বাংলা বন্ধ ব্যর্থ করুন।
চিকিৎসক হত্যার প্রতিবাদে মঙ্গলবার পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবন নবান্ন ঘেরাও কর্মসূচির ডাক দেয় আন্দোলনকারীরা। এদিন সকাল থেকেই তাই নবান্ন চত্বরে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের ভিড়। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন আন্দোলনকারীরা। স্লোগান ওঠে, ‘দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ।’ পরিস্থিতি সামাল দিতে জলকামান চালানো শুরু করে পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্যাস, জলকামান। ছত্রভঙ্গ হতে শুরু করেন বিক্ষোভকারীরা। এরপরই আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে কর্মসূচি ঘোষণা করে বিজেপি।
৫২ দিন ৫ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৯২ দিন ৪ ঘন্টা ৩৯ মিনিট আগে
২১২ দিন ৪ ঘন্টা ১০ মিনিট আগে
২১৫ দিন ১৮ ঘন্টা ৩ মিনিট আগে
২২৩ দিন ৬ ঘন্টা ১ মিনিট আগে
২৩৪ দিন ১ ঘন্টা ৫৫ মিনিট আগে
২৩৪ দিন ৩ ঘন্টা ৯ মিনিট আগে
২৬৮ দিন ১ ঘন্টা ৩৫ মিনিট আগে