আমাদের অনেকের জন্য ই ইউরোপ হচ্ছে স্বপ্নের সিঁড়ি । সেই সিঁড়ি তে উঠার জন্য এবার ইতালি সরকার একটা ভাল ব্যবস্থা করে দিয়েছে! সেটা হচ্ছে তিন ধাপে তারা ইতালি তে ৮৪ হাজার করে ভিসা দিবে অর্থাৎ ৮৪*৩=২৫২,০০০ প্রবাসি এই সুযোগ পাবেন । এর প্রথম ধাপে ২৭ মার্চ তারা ক্লিক ডে ঘোষণা করে এবং ১লা মে থেকে নুলা ওস্তা দেয়া শুরু করে। আমি এ পর্যন্ত নিজের অভিজ্ঞতা থেকে ভ্যালিড যে ইনফরমেশন গুলো যোগাড় করতে পেরেছি তা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি কাজে লাগবেঃ
১। যারা ২৭ তারিখ ৯ঃ০২ঃ০০ মিনিটের মধ্যে আবেদন সাবমিট করতে পেরেছে তাদের বেশিরভাগের নুলা ওস্তা হয়েছে।
২। যাদের ৯ টা ২ মিনিটের পরে আবেদন জমা হয়েছে তাদের নুলা ওস্তা পাওয়ার হার অনেক কম ছিল। বলতে পারেন হাজারে ২-৪ জনের হইছে।
৩। আমার জানামতে এখন ৯ঃ১৫ মিনিট চলছে। এর মধ্যে কেউ কেউ নুলা ওস্তা পেয়েছেন। তবে এই হার অনেক কম কারণ শুরুর দিনেই বেশিরভাগ নুলা ওস্তা উঠে গেছে।
৪। নুলা অস্তা পাওয়ার পর যারা অরিজিনাল নুলা ওস্তাসহ ভিএফএস এ পাসপোর্ট জমা করেছেন, তারা তিন দিন এর মধ্যেই মেসেজ পেয়েছেন ও ভিসা কালেক্ট করতে পেরেছেন।
৫। ভিএফএস এর এপয়েন্টমেন্ট একটা কম্পিউটারাইজড প্রসেস, এখানে কেউ কেউ যদি বলেন, তিনি আগে এপয়েন্টমেন্ট নিয়ে দিতে পারবেন, তাদের বিশ্বাস করবেন না। এখন সেপ্টেম্বরের শেষের দিকে এপয়েন্টমেন্ট কোটা খালি আছে।
৬। ঢাকায় গোল্ডেন টিউলিপে ভিএফএসের কোন ভিআইপি সার্ভিস নেই, তাই পাসপোর্ট জমা দেয়ার আগে আপনার ইতালির ডি ফর্ম নিজেই ফিলআপ করে নিয়ে যেতে হবে।
৭। একটা কথা বহুল প্রচলিত, পাসপোর্ট জমা দেয়ার এক সপ্তাহের মধ্যে আপনি ভিসা না পেলে ধরে নিতে হবে আপনার দেয়া নুলা ওস্তা নকল ছিল এবং এই জন্য এম্বেসি এই ধরণের পাসপোর্ট অনেক দিন আটকে রাখে যাতে সেইম পেপার দিয়ে আবার আপনি জমা দিতে না পারেন।
৮। পাসপোর্ট জমা দেয়ার সময় আপনার কাছ থেকে ভিএফএস ১৫ হাজার ৬ শ ৭০ টাকা চার্জ হিসেবে নিবে এবং আপনাকে একটা রিসিট দিবে যেখানে রেফারেন্স নাম্বার দেয়া থাকবে। সেই রেফারেন্স নাম্বার দিয়ে আপনি আপনার ভিসার আপডেট নিতে পারবেন, অনেক সময় মোবাইলে মেসেজ আসে না কারিগরি কারণে অথবা ভুল নাম্বার দেয়ার কারণে, তখন তাদের ওয়েবসাইট থেকে চেক করে আপনি পাসপোর্ট কালেক্ট করতে পারবেন।
৯। পরবর্তী ক্লিক ডে আগামী ৪/৫ মাস পর ঘোষণা হতে পারে বলে শুনছি। আজকের খবর অনুযায়ী অক্টোবরে ঘোষণা আসতে পারে
২৯৮ দিন ১৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
৪৩৭ দিন ২০ ঘন্টা ৪৯ মিনিট আগে
৪৫০ দিন ২ ঘন্টা ৩২ মিনিট আগে
৬১০ দিন ১৮ ঘন্টা ৫৯ মিনিট আগে
৬৪৭ দিন ২৩ ঘন্টা ৫০ মিনিট আগে
৬৪৭ দিন ২৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
৬৫৫ দিন ৮ ঘন্টা ৭ মিনিট আগে
৮১২ দিন ১৯ ঘন্টা ৭ মিনিট আগে