
চেষ্টা করুন ভাষা শিখে আসতে ।

ইতালিতে আসার পর সর্বোচ্চ চেষ্টা করবেন ইতালিয়ানদের সঙ্গে কাজ করার( বেতন কিছু কম হলেও)

এখানে এসে অনেকেই মদ বিয়ার পান করবেন ( হারাম না খেতে পরামর্শ রইলো) রাস্তা বা পার্কে না পান করে বাসায় খাবেন ! নয়তো জিঙ্গারি ( ঝাঝাবর বলবে ইতালিয়ানরা )

ইতালিয়ান ছেলে মেয়েদের লিপ কিস বা জরিয়ে ধরা এখানে খুবই স্বাভাবিক ব্যাপার কিন্তু আপনি তাকিয়ে থাকতে পারবেন না তাদের দিকে !

খবরদার শিশুদের কোন প্রকার চর থাবরা তো দূরে থাক চুখ লাল করে তাকাবেন ও না ( নন সি তুক্কা বামবিনো ) যত কিছুই হয়ে যাক শিশুদের কিছু বলা নিষেধ ইতালিতে


পাবলিক প্লেসে ঢেঁকুর তোলা থেকে বিরত থাকুন ( শুকর বলবে ) নাক ঝারতে পারবেন খাবার টেবিলে ও কিন্তু টিস্যু পেপার দিয়ে


চেষ্টা করুন রোম শহর থেকে উপরের দিকে বসবাস করার ( Firenze, Torino , Milano , Venezia )

ডকুমেন্ট হলে ইউরোপের অন্যান্য দেশ গুলো ঘুরে আসুন ( শুধু কাজে জীবন শেষ করে দিয়েন না …

)

ইতালিতে আসলেই বন্ধু তৈরি করবেন এবং বন্ধুত্বের পরামর্শে নিজের জীবনকে এগিয়ে নিতে পারবেন।

প্রথমে আপনার জীবনের যে কাজে আসবে যাচাই-বাছাই করবেন না পরবর্তীতে ভাল কাজ আপনার আসবে তখন আপনার জীবনকে পরিবর্তন করে দিবে অর্থনৈতিকভাবে।

নতুন যারা আসবেন ঝগড়া বিবাদে লিপ্ত হবেন না এবং মারামারি ঝগড়া বিবাদ আপনার ইতালিতে ও ইউরোপে কোথাও ডকুমেন্ট হবেনা!

আগামীতে যারা ইতালিতে আসবেন তাদের কে..
স্বাগতম ও অভিনন্দন