গতকাল রোব বার ২ এপ্রিল সন্ধ্যায় সেভেন ওকস মুসলিম সেন্টার এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সেভেন ওকস যুক্তরাজ্যের কেন্ট কাউন্টি এর অন্তর্গত একটা সমৃদ্ধিশালী ছোট একটা শহর। বেশ কিছু মুসলিম ফ্যামিলি এখানে বসবাস করেন। মুসলিম সেন্টার এর
চেয়ারম্যান প্রফেসর ডাঃ এজাজ আনসারীর সভাপতিত্বে এবং ষ্টারপে লিমিটেড এর ডিরেক্টর তোজাম্মেল হোসেন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মসজিদ কমিটির সেক্রেটারি নাসির উদ্দিন। তিনি মসজিদ এর সর্বশেষ ফান্ড কালেকশন এর বিবরণ তুলে ধরেন এবং মসজিদ প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট্য ইসলামিক স্কলার এবং টিভি ওয়ান এর ডিরেক্টর জনাব আব্দুর রহমান আল মাদানী , বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্যাটারিং এসোসিয়েশন এর সাবেক সভাপতি জনাব পাশা খন্দকার, মেইডস্টোন মসজিদের ঈমাম ডঃ ওসমানী, সেভেন ওকস মসজিদের ঈমাম আমাদ আহমেদ রবি, সেভেন ওকস বাংলাদেশ কমুনিটির সভাপতি ইকরাম আহমেদ ইলিয়াস।
বক্তারা সবাই মসজিদ প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করেন। বিশেষ করে মসজিদ এবং ইফতার পরিচালনায় যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে ধন্যবাদ জানান । মসজিদের ট্রেজারি মনির হোসেন, ফান্ড কালেক্টর সোহেল রানা, জয়েন্ট সেক্রেটারি কবির হোসেন , অর্গানাইসিং সেক্রেটারি ইমাম হোসেন , আব্দুল্লাহ পলাশ, রাজীব ,ইউনুস সরকার, সজীব , ফাহিম , সিফাত সহ সকলকে ধন্যবাদ জানান। এছাড়া নতুন প্রজম্মের মধ্যে নেহাল, রিদওয়ান , আরিয়ান , আয়মান সহ সবাই ইফতার কার্যক্রমে অংশ গ্রহণ করেন।
পৃথিবীর বিভিন্ন শহর থেকে মুসুল্লি, মসজিদের ডোনার এবং ভলান্টিয়ার গন ইফতার কার্যক্রমে অংশগ্রহণ করেন।
৭৩ দিন ২০ ঘন্টা ৫২ মিনিট আগে
১৬১ দিন ২১ ঘন্টা ২৪ মিনিট আগে
২২২ দিন ৫১ মিনিট আগে
২২৬ দিন ১২ ঘন্টা ২২ মিনিট আগে
২২৬ দিন ১৬ ঘন্টা ৪০ মিনিট আগে
২২৬ দিন ১৯ ঘন্টা ২৩ মিনিট আগে
২২৬ দিন ২১ ঘন্টা ৪৬ মিনিট আগে
২২৭ দিন ২১ মিনিট আগে