ঢাকায় ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছে ভারতীয় হাইকমিশন। মঙ্গলবার (১১ এপ্রিল) এই ইফতারে অংশ নেন বাংলাদেশ সরকার সংশ্লিষ্ট ব্যক্তি, আইনসভা, রাজনৈতিক দল, সশস্ত্র বাহিনী, সুশীল সমাজ, ব্যবসায়ী, মিডিয়া ও সাংবাদিকসহ বাংলাদেশের বিশিষ্ট অতিথিরা।
এসময় হাইকমিশনার প্রণয় ভার্মা মানবতা ও ভ্রাতৃত্বের চেতনা বৃদ্ধিতে ইফতারের তাৎপর্য তুলে ধরেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব এবং সহযোগিতার গভীর বন্ধনের ওপর জোর দেন তিনি। একই সঙ্গে ১৯৭১ সালের যৌথ আত্মত্যাগের মূলে নিহিত বিশেষ ও বহুমুখী সম্পর্ককে আরও সমৃদ্ধ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
হাইকমিশনার বলেন, এই ইফতার জমায়েত গভীর বন্ধনের প্রতীক, যা বাংলাদেশ-ভারত সম্পর্কের ভিত্তি বিনির্মাণ করে। এটি দুই দেশের মধ্যে শক্তিশালী ও ঐতিহাসিক বন্ধন। একইসঙ্গে উভয় দেশের জনগণের জন্য আরও সমৃদ্ধ ভবিষ্যতের লক্ষ্যে কাজ করার সংকল্প প্রদর্শন করে।
১১ ঘন্টা ২৫ মিনিট আগে
১২ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৪ ঘন্টা ২৪ মিনিট আগে
১৪ ঘন্টা ৪০ মিনিট আগে
১৫ ঘন্টা ২৫ মিনিট আগে
১৮ ঘন্টা ২১ মিনিট আগে