আদমদীঘিতে নির্বাচন অফিসের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি কুবিতে আছিয়ার ধর্ষকদের অতিদ্রুত বিচারের দাবিতে মৌন মিছিল থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইমতিয়াজ, সম্পাদক তন্ময় আদমদীঘিতে বিস্কুটের প্যাকেটের ভিতর হেরোইন, বাসযাত্রী গ্রেপ্তার শুক্রবার একই ফ্লাইটে কক্সবাজার যাচ্ছেন ড. ইউনূস ও গুতেরেস আছিয়ার দাফন সম্পন্ন, ধর্ষকের বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন নন্দীগ্রামে পৌর জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরবন থেকে চোরাই কাঠসহ কোস্টগার্ডের হাতে আটক ১০ লতিফিয়া সংগঠন মীরের গাঁও এর উদ্যোগে এবং প্রবাসীর অর্থ প্রদান ও ইফতার সম্পূর্ণ পীরগাছায় বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির কার্যালয় উদ্বোধন ও ইফতার মাহফিল কুবি তরুণ কলাম লেখক ফোরামের দোয়া ও ইফতার সম্পন্ন প্রাচীন মহকুমা শহর রামগড়ের মর্যাদা পুনরুদ্ধার ও উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় রামগড়ে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে হামিদী ভবন কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শান্তিগঞ্জে এনআইডি সেবা ইসির অধীনে রাখার দাবিতে মানববন্ধন কুবি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামের দোহাজারীতে মহাসড়কে প্রাণ হারাল দুই শিক্ষার্থী সহ এক রিকশা চালক। নির্বাচন কমিশনের অধিনেএনআইডি সেবা রাখার দাবিতে দোয়ারাবাজারে কর্মবিরতি পাঁচবিবিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার যুবককে জোরপূর্বক বিয়ে করতে চেতনানাশক খাওয়ালেন যুবতী

প্রতিষ্ঠার ১ যুগ পার হলেও যেসব সমস্যায় জর্জরিত বরিশাল বিশ্ববিদ্যালয়


দক্ষিণ বঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয়। ২০১১ সাল থেকে যাত্রা শুরু করে নানা প্রতিবন্ধকতার পথ পেরিয়ে এ বছর ১৩ তম বর্ষে পদার্পন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়। তবে বিশ্ববিদ্যালয়টির প্রশাসনের কাছ থেকে প্রাপ্তির তুলনায় অপ্রাপ্তিটাই যেন বেশি শিক্ষার্থীদের মাঝে। অপর্যাপ্ত শ্রেণী কক্ষ, আবাসিক ভবনের সংকট, হলগুলোতে নিম্নমানের খাবার, সেশনজট, পরিবহন সংকটসহ নানা সমস্যায় জর্জরিত বরিশাল বিশ্ববিদ্যালয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ২৫ টি বিভাগ রয়েছে। এসব বিভাগে প্রায় ১৫,০০০ শিক্ষার্থী অধ্যয়নরত আছে। তবে শিক্ষার্থীদের যথাযথভাবে পাঠদানের জন্য নেই পর্যাপ্ত শ্রেণী কক্ষ। পাশাপাশি অনেক বিভাগে রয়েছে শিক্ষক সংকট। যার ফলে পাঠদান কার্যক্রম যেমন বিঘ্নিত হচ্ছে তেমনি সংশ্লিষ্ট বিভাগগুলো জড়িয়ে পড়ছে সেশনজটের অশুভ চক্রে। 


আবাসিক হল সংকটের কথা বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রায়ই শোনা যায়।প্রতিবছর যে হারে শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে সেই হারে বাড়ছে না আবাসিক ভবনের সংখ্যা। ফলে দূর থেকে আগত কিংবা গরীব শিক্ষার্থীরা হলের সুবিধা থেকে ক্রমাগত বঞ্চিত হচ্ছে। 


এছাড়াও হলগুলোতে নিম্নমানের খাবার নিয়ে রয়েছে শিক্ষার্থীদের মাঝে চরম হতাশা। বিশ্ববিদ্যালয়টিতে প্রায় পনেরো হাজার শিক্ষার্থী থাকলেও তাদের যাতায়াতের জন্য নেই পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা। তাই ধারণ ক্ষমতার বেশি যাত্রী নিয়েই চলতে হয় বাসগুলোকে। এছাড়াও বিশ্ববিদ্যালয় পরিবহনে যেসব বিঅারটিসি বাস যুক্ত রয়েছে তার বেশিরভাগই লক্কর-ঝক্কর। ফলে প্রায়ই দূর্ঘটনার খবর শোনা যায়।


এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধির দিকে প্রশাসন ভ্রুক্ষেপহীন। ক্যাম্পাসের সামনে যে জীর্ণ পুকুরটি রয়েছে তা সংস্কার করা এখন সময়ের দাবি। পুকুরের পাড় বাঁধিয়ে এবং পাশে থাকা জঙ্গল পরিষ্কার করে সেটিকে একটি লেকে পরিণত করা সম্ভব। গাছ ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি করে। হরেক রকমের ফুলের গাছ, ফলের গাছ লাগিয়ে ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধন করা সম্ভব। তাছাড়াও ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় থাকা জঙ্গল পরিষ্কার করে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে তোলা সম্ভব। 


যাই হোক, হাজারো সমস্যা থাকলেও আমি এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে নিজেকে গর্বিত মনে করি। যেসব সমস্যা রয়েছে, আশা করি সেগুলো সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুতই পদক্ষেপ নিবে। সব সমস্যা কাটিয়ে একঝাঁক মেধাবী শিক্ষার্থীদের শেষ গন্তব্যস্থল হোক বরিশাল বিশ্ববিদ্যালয়-এটাই কামনা করি।

আরও খবর