ভারতের ৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের আ.লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে অবস্থান জুমার পরও চলবে: হাসনাত ছাত্রদের সঙ্গে একাত্মতা প্রকাশ ইলিয়াস কাঞ্চনের জেপিবির শার্শায় সাজাপ্রাপ্ত আসামী ও মাদক ব্যবসায়ীসহ আটক-৩ দুর্যোগ বিষয়ক মহড়া সাগর পাড়ের জীবন যুদ্ধ ঝিনাইদহের কালীগঞ্জে ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ আগুন সাবেক মেয়র আইভি গ্রেফতার সাতক্ষীরায় বিএসটিআই অনুমোদিত লাইসেন্স না থাকায় দুই ড্রিংকিং ওয়াটার মালিককে জরিমানা খুবিতে প্রফেসর দীপক কামাল মেমোরিয়াল স্কলারশিপ পেলন ১৬ শিক্ষার্থী মানবতার সেবায় রেড ক্রিসেন্টের ভূমিকা অতুলনীয় - চট্টগ্রাম সিটি মেয়র আ. লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থানের ঘোষণা ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের ১৬টি টাওয়ারসহ পাইপ ধ্বংস, ১টি ট্রাক ও ২টি মাহিন্দ্র জব্দ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টার কাইয়ুমের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে, অভিযোগ পদবঞ্চিত নেতাদের কৃষ্ণনগরে কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত নিয়মিত ক্রু মিটিং বাস্তবায়ন করায় পুরস্কার পেলেন বাকৃবির রোভার স্কাউট লিডার প্রথমবারের মতো ইন্টার্নশিপ পেল বাকৃবির মাৎস্যবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আশাশুনিতে অঙ্কনের মাধ্যমে প্রতিবন্ধীদের সম্পদ ও ঝুঁকি চিহ্নিত করণ কর্মশালা পীরগাছায় ভাবীর হোটেলে ১৯৯টাকায় পাওয়া যাবে একটি মোটরসাইকেল ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের, দাবি দিল্লির লালপুরে তথ্য চাওয়ায় সাংবাদিককে হুমকি ও মিথ্যা মামলার ভয়।।

প্রতিষ্ঠার ১ যুগ পার হলেও যেসব সমস্যায় জর্জরিত বরিশাল বিশ্ববিদ্যালয়


দক্ষিণ বঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয়। ২০১১ সাল থেকে যাত্রা শুরু করে নানা প্রতিবন্ধকতার পথ পেরিয়ে এ বছর ১৩ তম বর্ষে পদার্পন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়। তবে বিশ্ববিদ্যালয়টির প্রশাসনের কাছ থেকে প্রাপ্তির তুলনায় অপ্রাপ্তিটাই যেন বেশি শিক্ষার্থীদের মাঝে। অপর্যাপ্ত শ্রেণী কক্ষ, আবাসিক ভবনের সংকট, হলগুলোতে নিম্নমানের খাবার, সেশনজট, পরিবহন সংকটসহ নানা সমস্যায় জর্জরিত বরিশাল বিশ্ববিদ্যালয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ২৫ টি বিভাগ রয়েছে। এসব বিভাগে প্রায় ১৫,০০০ শিক্ষার্থী অধ্যয়নরত আছে। তবে শিক্ষার্থীদের যথাযথভাবে পাঠদানের জন্য নেই পর্যাপ্ত শ্রেণী কক্ষ। পাশাপাশি অনেক বিভাগে রয়েছে শিক্ষক সংকট। যার ফলে পাঠদান কার্যক্রম যেমন বিঘ্নিত হচ্ছে তেমনি সংশ্লিষ্ট বিভাগগুলো জড়িয়ে পড়ছে সেশনজটের অশুভ চক্রে। 


আবাসিক হল সংকটের কথা বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রায়ই শোনা যায়।প্রতিবছর যে হারে শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে সেই হারে বাড়ছে না আবাসিক ভবনের সংখ্যা। ফলে দূর থেকে আগত কিংবা গরীব শিক্ষার্থীরা হলের সুবিধা থেকে ক্রমাগত বঞ্চিত হচ্ছে। 


এছাড়াও হলগুলোতে নিম্নমানের খাবার নিয়ে রয়েছে শিক্ষার্থীদের মাঝে চরম হতাশা। বিশ্ববিদ্যালয়টিতে প্রায় পনেরো হাজার শিক্ষার্থী থাকলেও তাদের যাতায়াতের জন্য নেই পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা। তাই ধারণ ক্ষমতার বেশি যাত্রী নিয়েই চলতে হয় বাসগুলোকে। এছাড়াও বিশ্ববিদ্যালয় পরিবহনে যেসব বিঅারটিসি বাস যুক্ত রয়েছে তার বেশিরভাগই লক্কর-ঝক্কর। ফলে প্রায়ই দূর্ঘটনার খবর শোনা যায়।


এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধির দিকে প্রশাসন ভ্রুক্ষেপহীন। ক্যাম্পাসের সামনে যে জীর্ণ পুকুরটি রয়েছে তা সংস্কার করা এখন সময়ের দাবি। পুকুরের পাড় বাঁধিয়ে এবং পাশে থাকা জঙ্গল পরিষ্কার করে সেটিকে একটি লেকে পরিণত করা সম্ভব। গাছ ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি করে। হরেক রকমের ফুলের গাছ, ফলের গাছ লাগিয়ে ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধন করা সম্ভব। তাছাড়াও ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় থাকা জঙ্গল পরিষ্কার করে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে তোলা সম্ভব। 


যাই হোক, হাজারো সমস্যা থাকলেও আমি এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে নিজেকে গর্বিত মনে করি। যেসব সমস্যা রয়েছে, আশা করি সেগুলো সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুতই পদক্ষেপ নিবে। সব সমস্যা কাটিয়ে একঝাঁক মেধাবী শিক্ষার্থীদের শেষ গন্তব্যস্থল হোক বরিশাল বিশ্ববিদ্যালয়-এটাই কামনা করি।

আরও খবর