ইউক্রেনকে সোভিয়েত নকশায় তৈরি পাঁচটি মিগ–২৯ যুদ্ধবিমান দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে জার্মান সরকার। প্রতিবেশী দেশ পোল্যান্ডের অনুরোধে কিয়েভকে যুদ্ধবিমান দিতে রাজি হয় বার্লিন। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেন।
বরিস পিস্টোরিয়াস বলেন, আমরা কেন্দ্রীয় সরকারের সবাই যৌথভাবে ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বৃহস্পতিবার পোল্যান্ডের পক্ষ থেকে এ অনুরোধ করা হয়। অনুরোধের দিনই অনুমোদন প্রমাণ করে, ইউক্রেন জার্মানির ওপর ভরসা করতে পারে।
জানা যায়, পোল্যান্ডের কাছে যেসব যুদ্ধবিমান রয়েছে, সেগুলো তৃতীয় কোনো দেশে পাঠাতে হলে জার্মান সরকারের অনুমতি নিতে হয়। এ কারণে ইউক্রেনে যুদ্ধবিমান পাঠাতে জার্মানিকেই অনুরোধ করে দেশটি।
১৯৯০ সালে দুই জার্মানি যখন এক হলে উত্তরাধিকার সূত্রে তৎকালীন পূর্ব জার্মানির কাছ থেকে ২৪টি মিগ–২৯ যুদ্ধবিমান পায় জার্মানি। সে সময় মিগ–২৯ বিশ্বের সর্বাধুনিক যুদ্ধবিমান হিসেবে পরিচিত ছিল।
২০০৪ সালে জার্মান সরকার ২২টি মিগ–২৯ যুদ্ধবিমান প্রতিবেশী দেশ পোল্যান্ডকে দেয়। আর বাকি দুটির মধ্যে একটি বিধ্বস্ত হয়। আর যে একটি মিগ–২৯ রয়েছে, সেটি এখন জার্মানির জাদুঘরে ঠাঁই পেয়েছে।
সপ্তাহখানেক আগেই পোল্যান্ড সফরে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তখন পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা জানিয়েছিলেন, তার দেশে এরই মধ্যে ইউক্রেনকে চারটি মিগ–২৯ যুদ্ধবিমান দিয়েছে। আরও চারটি হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়া প্রস্তুত রয়েছে আরও ছয়টি।
রুশ বাহিনী ইউক্রেনে বড় ধরনের হামলা শুরুর পরিকল্পনা করছে দাবি করে মিত্রদের কাছে যুদ্ধবিমান পেতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন জেলেনস্কি। এর পরিপ্রেক্ষিতে স্লোভাকিয়াও ইউক্রেনে একাধিক মিগ–২৯ পাঠিয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, পশ্চিমা দেশগুলো মিগ-২৯ এর মতো যুদ্ধবিমান দিলেও, এখন পর্যন্ত ইউক্রেনকে অত্যাধুনিক যুদ্ধবিমান দিতে রাজি নয়। যেমন জেলেনস্কি যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলোর কাছে এফ–১৬ এর মতো তৃতীয় ও চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান চেয়েছিলেন। কিন্ত কিছু দেশ এ অবস্থান থেকে সরে এসে ইউক্রেনে মিগ–২৯ এর মতো পুরোনো যুগের যুদ্ধবিমানই পাঠাচ্ছে।
২ দিন ৪১ মিনিট আগে
২ দিন ৮ ঘন্টা ২৪ মিনিট আগে
৪ দিন ১৬ ঘন্টা ১৯ মিনিট আগে
৫ দিন ১৬ ঘন্টা ৪০ মিনিট আগে
৫ দিন ১৬ ঘন্টা ৫৫ মিনিট আগে
৫ দিন ১৮ ঘন্টা ৯ মিনিট আগে
৭ দিন ১৭ ঘন্টা ৩০ মিনিট আগে
৯ দিন ১৩ ঘন্টা ৫৮ মিনিট আগে