পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার জেরে ৩২টি বিমানবন্দর সম্পূর্ণভাবে বন্ধের ঘোষণা দিয়েছে ভারত, বেসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ | সম্পূর্ণ তালিকা
শনিবার (১০ মে) ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের দেওয়া এক বিজ্ঞপ্তির বরাতে হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের ৩২টি বিমানবন্দর ১৫ মে ভোর ৫.২৯ পর্যন্ত বেসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ রাখা হয়েছে।
এর আগে, পাকিস্তানের সীমান্তের কাছাকাছি অবস্থিত অথবা গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ঘাঁটির কাছে অবস্থিত ২৪টি বিমানবন্দর ১০ মে পর্যন্ত বেসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ ছিল। পরে তা ১৫ মে পর্যন্ত বাড়ানো হয়।
বন্ধ বিমানবন্দরগুলির সম্পূর্ণ তালিকা এখানে দেওয়া হল:
আধামপুরআম্বালাঅমৃতসরঅবন্তীপুরবাথিন্ডাভূজবিকানেরচণ্ডীগড়হালওয়ারাহিন্ডনজয়সলমেরজম্মুজামনগরযোধপুরকান্দলাকাংড়া (গাগল)কেশোদকিষাণগড়কুল্লু মানালি (ভুন্টার)লেহলুধিয়ানামুন্দ্রানালিয়াপাঠানকোটপাতিয়ালাপোরবন্দররাজকোট (হিরাসর)সরসাওয়াশিমলাশ্রীনগরথোইসউত্তরলাইশনিবার ভোরে ঘোষিত এই সিদ্ধান্তটি ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে এসেছে।
২ ঘন্টা ৩ মিনিট আগে
৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
১ দিন ৪ ঘন্টা ৪৯ মিনিট আগে
১ দিন ২১ ঘন্টা ১৯ মিনিট আগে
১ দিন ২২ ঘন্টা ১৩ মিনিট আগে
৩ দিন ৬ ঘন্টা ৩ মিনিট আগে
৩ দিন ২১ ঘন্টা ৪৭ মিনিট আগে